EXPLAINED: চালকদের পৌষমাস, গ্রাহকদের সর্বনাশ! ডবল ভাড়া গুনতে হবে Ola-Uber-এ
Ola-Uber: চলতি সপ্তাহের মঙ্গলবার সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের প্রকাশিত নতুন গাইডলাইনে জানানো হয়েছে যে এবার থেকে যদি বিনা কারণে ড্রাইভার রাইড ক্যানসেল করে দেন, তাহলে ভাড়ার ১০ শতাংশ তাঁর পকেট থেকে নেওয়া হবে জরিমানা বাবদ।

হলুদ ট্যাক্সির যুগ অতীত। এখন রমরমা অ্যাপ ক্যাবের। অফিস যেতে হোক বা অন্য কোথাও, মোবাইলের এক ক্লিকেই ক্যাব বুক হয়ে যায়। মিনিট খানেকেই গাড়ি হাজির হয় বাড়ির দোরগোড়ায়, ভাড়া নিয়ে দামাদামির দরকার নেই। আগেই যাত্রীরা দেখে নিতে পারছেন কত টাকা ভাড়া লাগবে। তবে এই আরামে এবার বাধ সাধবে ভাড়াই। অ্যাপ ক্যাব চাইলে দ্বিগুণ ভাড়া চাইতে পারবে। এই শুনে তো মাথায় হাত যাত্রীদের। কী বলা হয়েছে এই নিয়মে? অফিস যাওয়ার ব্যস্ত সময়ে ভিড় বাসে বা ট্রেনে ওঠা দায় হয়ে যায়। অনেকেই পারেন না এত ভিড় ঠেলতে। তাদের ভরসা ক্যাব বা অ্যাপ বাইক। তবে এই ক্যাব বা বাইকে যাতায়াত এবার ব্যয়সাপেক্ষ হতে চলেছে কারণ এবার...





