Fact Check: আর কালো কালিতে লেখা যাবে না চেক? সত্যি এমন বিধি চালু করল RBI?

Avra Chattopadhyay |

Jan 19, 2025 | 7:24 PM

Fact Check: সেই খবর অনুযায়ী, 'নিরাপত্তাকে সুনিশ্চিত করতেই কালো কালি দিয়ে চেক লেখা বন্ধ করার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। কালো কালিতে লেখা চেকে নিরাপত্তার দিক থেকে অনেকটাই ঝুঁকিপূর্ণ, তা-ই এটিকে বন্ধ করতে নতুন বিধি চালু করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।'

Fact Check: আর কালো কালিতে লেখা যাবে না চেক? সত্যি এমন বিধি চালু করল RBI?
Image Credit source: Pratik Chorge/HT via Getty Images

Follow Us

কলকাতা: টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন বলছে, কালো কালিতে চেক লিখে জমা দিলে, তা নেবে না ব্যাঙ্ক। ইতিমধ্যে, সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ সাড়া ফেলেছে সেই খবরটি। ফলত, চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ।

কী লেখা রয়েছে সেই খবরে?

সেই খবর অনুযায়ী, ‘নিরাপত্তাকে সুনিশ্চিত করতেই কালো কালি দিয়ে চেক লেখা বন্ধ করার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। কালো কালিতে লেখা চেকে নিরাপত্তার দিক থেকে অনেকটাই ঝুঁকিপূর্ণ, তা-ই এটিকে বন্ধ করতে নতুন বিধি চালু করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।’

সত্যিই ঝুঁকিপূর্ণ কালো কালি?

RBI এর এই নতুন নিয়ম শুনে অনেকের দাবি, ‘এ আবার কেমন নিয়ম? কোন কালিতে চেক লেখা হচ্ছে তাতে কিই বা যায় আসে?’ তবে সত্যিটা শুনলে চমকে যাবেন। আদতেই এমন কোনও নিয়ম জারি করেনি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই খবরটিকে সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। এদিন পিআইবি সূত্রে জানা গিয়েছে, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই খবর একেবারেই মিথ্যা। তাদের দাবি, ‘সোশ্য়াল মিডিয়া একটি পোস্ট বেশ ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক আর কালো কালিতে জমা দেওয়া চেক জমা নেবে না। কিন্তু এই খবরটি একেবারেই মিথ্যা।’

তবে এখানেই থেমে থাকেনি তারা। কোন কালি দিয়ে চেক লেখা যেতে পারে, তাও স্পষ্ট করে দেওয়া হয় পিআইবি তরফে। তারা লেখেন, ‘রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া চেক লেখার জন্য কোনও নির্দিষ্ট কালি ব্যবহারের বিধির কথা বলে না। যে কোনও কালিতে চেক লিখে জমা দেওয়া যেতে পারে।’

Next Article