নতুন করে SEBI-র নোটিস আসেনি, স্পষ্ট জানাল Paytm

Aug 30, 2024 | 1:40 PM

Paytm: সংস্থার আরও জানাচ্ছে যে নিয়ন্ত্রক সংস্থা সেবি-র সঙ্গে তাদের ক্রমাগত আলোচনা করছে। এই ব্যাপারে তিনি আরও তথ্য সংগ্রহ করছেন। কোম্পানির অডিট রিপোর্টে বলা হয়েছে যে এটি সেবি-এর সমস্ত নিয়ম সম্পূর্ণভাবে অনুসরণ করে।

নতুন করে SEBI-র নোটিস আসেনি, স্পষ্ট জানাল Paytm
পেটিএম।

Follow Us

নয়া দিল্লি: সম্প্রতি সেবি-র তরফ থেকে নোটিস দেওয়া হয় ফিনটেক সংস্থা পেটিএম (Paytm)-কে। তার জেরে বড়সড় ধাক্কা খায় এই সংস্থা। আবারও কি নতুন নোটিস দেওয়া হয়েছে সেই সংস্থাকে? সেই রিপোর্ট খারিজ করল পেটিএম। আইপিও-তে অনিয়মের কারণে কোম্পানিকে সেবি নোটিস পাঠিয়েছে বলে খবর সামনে আসে। শেয়ারবাজারে এই সংক্রান্ত তথ্য পাঠিয়ে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছে Paytm।

সংস্থার তরফে জানানো হয়েছে, কোনও নতুন নোটিস পায়নি তারা। চলতি বছরের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে সেবি একটি নোটিস পাঠিয়েছিল। পেটিএম-এর মূল সংস্থা One97 Communications জানিয়েছে, তারা একটি তালিকাভুক্ত কোম্পানি হওয়ায়, সমস্ত প্রয়োজনীয় তথ্য প্রকাশ্যে এনেছে।

সংস্থার আরও জানাচ্ছে যে নিয়ন্ত্রক সংস্থা সেবি-র সঙ্গে তাদের ক্রমাগত আলোচনা করছে। এই ব্যাপারে তিনি আরও তথ্য সংগ্রহ করছেন। কোম্পানির অডিট রিপোর্টে বলা হয়েছে যে এটি সেবি-এর সমস্ত নিয়ম সম্পূর্ণভাবে অনুসরণ করে। আরও জানানো হয়েছে যে জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে যে নোটিস পাঠানো হয়েছে, তার জন্য এপ্রিল-জুন ত্রৈমাসিকে কোম্পানির আর্থিক ফলাফলের উপর কোন প্রভাব ফেলবে না। এছাড়া নোটিস নিয়ে পর্যাপ্ত আইনি পরামর্শও নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, কয়েক মাস আগে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের আর্থিক লেনদেনে জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। সম্প্রতি জানা যায়, Paytm এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মার কাছে এসেছে সেবি-র নোটিস। কিন্তু সেই তথ্যই খারিজ করল সংস্থা।

Next Article