Gold Price Today: চৈত্রের সেল লেগেছে সোনার দামে, বৈশাখের বিয়ের জন্য এখনই কিনুন গয়না
Gold Price Today: সোমবার দাম কমল সোনা-রুপোর। ৫০০ টাকা দাম কমল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার।
কলকাতা: অনেকদিন পর সোনার দামে মিলল স্বস্তি। চড়চড়িয়ে দাম বাড়ার পর সপ্তাহের প্রথম দিনেই অনেকটা হারে দাম কমল সোনার (Gold Price Today)। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমল ৫০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ৫৪০ টাকা। সোনার পাশাপাশি আজ দাম কমল রুপোরও। সোমবার ১ কেজি রুপোর দাম (Silver Price Today) কমল ৩০০ টাকা।
সোমবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৪৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৩,৮৪০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৪,৮০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৪৮,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৯৭৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৭,৮২৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৯,৭৮০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৯৭,৮০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৭১,৮০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গত কয়েকদিনে সব রেকর্ড ভেঙে দিয়েছিল সোনার দর। হু হু করে দাম বেড়েছিল সোনার। তারপর অনেকদিন পর আজ দাম কমল সোনার। আজ হলুদ ধাতুর পাশাপাশি দাম কমেছে রুপোরও। ফলে ক্রেতাদের মুখে চওড়া হাসি।
বিশ্ব বাজারেও সামান্য দাম কমল স্পট গোল্ডের। তার ফলে দেশীয় বাজারেও কমেছে সোনার দর। বিশ্ব বাজারে আজ ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৯৭৩.৬৩ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৪৪৮ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১১৯.৭০ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২৫.৭১ টাকা।