AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: বাজেটের পর দাম কমল সোনার, আজ কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?

Gold Price Today: দু'দিন দাম বাড়ার পর শুক্রবার দাম কমল সোনার। এ দিন দাম কমেছে রুপোর।

Gold Price Today: বাজেটের পর দাম কমল সোনার, আজ কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Feb 03, 2023 | 3:09 PM
Share

কলকাতা: ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটে সোনার উপর আমদানি শুল্ক বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। ফলে দেশীয় বাজারে দাম বাড়বে সোনার (Gold Price Today)। আর বাজেটের পরের দিন গতকাল বৃহস্পতিবারই দেশীয় বাজারে দাম বেড়েছিল সোনার। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছিল ৬৫০ টাকা। আর বাজেটের দিনও তা বেড়েছিল ৫৫০ টাকা। তবে আজ শুক্রবার বাজারে কিছুটা নিম্নমুখ হলুদ ধাতুর দর। আজ ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম কমেছে ৫০০ টাকা। এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৫৪০ টাকা। সোনার পাশাপাশি এ দিন দাম কমেছে রুপোরও (Silver Price Today)। ১ কেজি রুপোর দাম কমেছে ৩ হাজার ৮০০ টাকা।

শুক্রবার বেলা ১২ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৩১০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪২,৪৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৩,১০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৩১,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৭৯৩ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৬,৩৪৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৭,৯৩০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৭৯,৩০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭৪,০০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

গতকাল সর্বকালীন রেকর্ড ভেঙে দাম বেড়েছিল সোনার। ৫৮ হাজারের গণ্ডি পেরিয়েছিল হলুদ ধাতুর দর। এরপর আজ দাম কমল সোনার। ফলে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি। সোনার পাশাপাশি এ দিন অনেকটা হারে দাম কমেছে রুপোরও।

শুক্রবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৯১৬.০৫ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

শুক্রবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২,৩৯০.৭০ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১১৪.৩৫ টাকা। তবে আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৪৩.৩৫ টাকা।