Gold Price Today : গত এক মাসে সর্বোচ্চ সোনার দাম, দামি হল রুপোও, জানুন মূল্যবান ধাতুর আজকের দর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jun 11, 2022 | 11:10 AM

Gold Price Today : শনিবার লাফিয়ে বাড়ল সোনার দাম। গত এক মাসে সর্বোচ্চ রয়েছে সোনার দাম। এদিন সোনার সঙ্গে সঙ্গে বাড়ল রুপোর দামও।

Gold Price Today : গত এক মাসে সর্বোচ্চ সোনার দাম, দামি হল রুপোও, জানুন মূল্যবান ধাতুর আজকের দর
ছবি সৌজন্যে : গুগল

Follow Us

কলকাতা : লাফিয়ে লাফিয়ে বাড়ছে হলুদ ধাতুর দাম। গতকাল সোনার দাম স্বস্তি মেলার পর শনিবারই বাড়ল সোনার দাম। গত একমাসে সর্বোচ্চ সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৬০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৬৫০ টাকা। এদিকে সোনার সঙ্গে তাল মিলিয়ে দাম বেড়েছে রুপোরও। এদিন এক কেজি রুপোর বাটের দাম বাড়ল ১০০০ টাকা।

এদিন সকাল ১০ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৮৩৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,৬৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৮,৩৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৮৩,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২৭৫ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪২,২০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,৭৫০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২৭,৫০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬২,০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

ফের ঊর্ধ্বমুখী সোনার দাম। শনিবার এক ধাক্কায় ৬০০ টাকা বাড়ল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ৬৫০ টাকা। গত এক মাসে সর্বোচ্চ হল সোনার দাম। সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দামও।

এদিন বিশ্ববাজারে সামান্য দাম বেড়েছে সোনার। এদিন এক ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৮৭১.৪৬ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

শনিবার টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,১৪১.৮৫ টাকা। তবে কমেছে কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম। এদিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ৬০ টাকা। আর পিসি জুয়েলারের শেয়ারের দাম বেড়ে রয়েছে ২৪.২৫ টাকা।

 

Next Article