সম্প্রতি নতুন করে রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানো হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়। তাতেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, রুপে ক্রেডিট কার্ড (Rupay Credit Card) নিয়েও বড় ঘোষণা করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, রুপে ক্রেডিট কার্ড এখন থেকে UPI প্লাটফর্মগুলির সঙ্গে লিঙ্ক করা যাবে।
বর্তমানে দেশে UPI-এর ব্যবহার এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীর সংখ্যা ২৬০ মিলিয়ন। ৫০ মিলিয়ন ব্যবসায়ী কাজ করেন। শুধুমাত্র ২০২২ সালের মে মাসেই UPI-এর মাধ্যমে ১০.৪ লক্ষ কোটি টাকার লেনদেন করা হয়েছে। মোট ৫৯৪ কোটি লেনদেন করা হয়েছে বলে জানা গিয়েছে। তাই রুপে ক্রেডিট কার্ড তার সঙ্গে জুড়ে যাওয়া খুবই তাৎপর্যপূর্ণ।
UPI-এর সঙ্গে সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট লিঙ্ক করে অনলাইনে সহজেই লেনদেন করা যায়। তার জন্য সাধারণত ডেবিট কার্ড ব্যবহার করতে হয়। ক্রেডিট কার্ডের মাধ্যমেও UPI-তে লিঙ্ক করার কথা আরবিআইয়ের তরফে বলা হল এবার। মুদ্রানীতি’র বৈঠক শেষে UPI কে Rupay ক্রেডিট কার্ডের সঙ্গে লিঙ্ক করার ঘোষণা করা হয়েছে আরবিআইয়ের তরফে। প্রথমে রুপে ক্রেডিট কার্ডকে UPI-এর প্লাটফর্মের সঙ্গে যুক্ত করা হবে। এতে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে মানুষের আগ্রহ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।