AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Production at Home: বাড়ির রান্নাঘরে সোনা বানানো সম্ভব?

Gold History: সোনার নিউক্লিয়াসে থাকে ৭৯টি প্রোটন, অতএব কোনও ধাতুকে সোনায় রূপান্তরিত করতে তার পরমাণুতেও ৭৯টি প্রোটন আনতে হয়। আর এখানেই সমস্যা! পারদের নিউক্লিয়াসে ৮০টি প্রোটন থাকে। সামান্য কয়েক গ্রাম সোনা পারদ থেকে তৈরি করতে যে বিপুল খরচ হবে, তার চেয়ে কয়েক গুণ কম ব্যায়ে খনি থেকে সোনা উত্তোলন সম্ভব।

Gold Production at Home: বাড়ির রান্নাঘরে সোনা বানানো সম্ভব?
| Updated on: Nov 01, 2025 | 3:53 PM
Share

সোনার দাম কত বাড়বে? সোনার দাম কবে পড়বে? সোনা কিনুক বা না কিনুক, এসব প্রশ্ন বাঙালির মনে জাগবেই। তবে, সোনা কীভাবে তৈরি হয়েছিল, সেটা বলুন তো? আচ্ছা, ল্যাবরেটরিতে সোনা বানালে তো দাম কমে যাবে হলুদ ধাতুর। তাহলে সেটা করা হচ্ছে না কেন? সোনার আসল গল্পটা শুরু হয় আজ থেকে কোটি কোটি বছর আগে। খুব কাছাকাছি আসার পরেই দু’টি নিউট্রন স্টার একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। আর এই প্রবল মারামারি এতটাই ভয়ঙ্কর যে এক মুহূর্তে উৎপন্ন হয় অকল্পনীয় তাপ ও শক্তি—কতটা শক্তি একটা আইডিয়া দিই। সূর্য তার সারা জীবনে যতটা তাপশক্তি উৎপন্ন করেছে এবং করবে, তার থেকেও কয়েকশো গুণ বেশি শক্তি উৎপন্ন করতে পারে একটা সুপারনোভা। এমন বড়সড় মহাজাগতিক ঘটনায় তৈরি হয় ভারী মৌল, এর মধ্যে আছে প্লাটিনাম, তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম। আর তৈরি হয় এক চকচকে ধাতু, হলুদ রঙয়ের অমূল্য ধাতুর নাম মানুষ দিয়েছে ‘সোনা’! সুপারনোভার বিস্ফোরণ মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছে এইসব মৌল, তা পৌঁছেছে পৃথিবীতে। আর আজ আপনার স্ত্রীর গলায়...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন