Gold Price Today: সোনা এত সস্তা হয়নি আগে, এক ধাক্কায় কমল রুপোর দামও, গহনা কিনতে যান এখনই
Gold Price Today: আজ একধাক্কায় সাড়ে তিন কমল সোনার দাম। ২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫০ হাজার ৫০০ টাকা। কমেছে রুপোর দামও।

কলকাতা: একেই বলে সোনায় সোহাগা, বিয়ের মরশুমে ক্রমাগত কমছে সোনার দাম। আজ আরও কমল হলুদ ধাতুর দাম। কিছুটা দাম কমেছে রুপোর দামও। চলতি সপ্তাহের শুরুতেই এক হাজার টাকা কমেছিল সোনার দাম (Gold Price Today)। তবে মঙ্গলবার অপরিবর্তিত ছিল সোনার দাম। আজ একধাক্কায় সাড়ে তিন হাজার টাকা কমল সোনার দাম (Gold Price Fall)। ২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫০ হাজার ৫০০ টাকা। কমেছে রুপোর দামও (Silver Price)। আজ গহনা কিনতে যাওয়ার আগে সোনা-রুপোর দর কত রয়েছে, তা জেনে নিন-
১৪ জুন, বুধবার ২২ ক্যারেট সোনার দাম
২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম- ৫,৫০৫ টাকা
২২ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম- ৪৪,০৪০ টাকা
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম- ৫৫,০৫০ টাকা
২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম- ৫,৫০,৫০০ টাকা
১৪ জুন, বুধবার ২৪ ক্যারেট সোনার দাম
২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম-৬,০০৫ টাকা
২৪ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম- ৪৮,০৪০ টাকা
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম- ৬০,০৫০ টাকা
২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম- ৬,০০,৫০০ টাকা
১৪ জুন, বুধবার রুপোর দাম
১ গ্রাম রুপোর দাম- ৭৪ টাকা
৮ গ্রাম রুপোর দাম- ৫৯২ টাকা
১০ গ্রাম রুপোর দাম- ৭৪০ টাকা
১০০ গ্রাম রুপোর দাম- ৭৪০০ টাকা
১ কেজি রুপোর দাম- ৭৪,০০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম-
বিগত এক মাসেরও বেশি সময় ধরে নিম্নমুখী ছিল সোনা-রুপোর দর। গত মাসের শেষ সপ্তাহেও কমেছিল সোনার দাম। যার ফলে বিক্রি-বাট্টাও বেশ বেড়েছে। বিয়ের মরশুমের মাঝে গত সপ্তাহে একটানা পাঁচদিন ধরে অপরিবর্তিত ছিল সোনা-রুপোর দাম। সোমবার সোনার দাম ১০০০ টাকা কমে যায়।
আজ বিশ্ব বাজারে কমেছে স্পট গোল্ডের দাম। আজ ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ১৯৪৬.১৬মার্কিন ডলার।
