কলকাতা: বিয়ের মরশুমে ভারতীয় গয়নার বাজারের ঔজ্বল্য বেড়েই চলেছে। আজ আবারও সোনার দাম বাড়তে দেখা গিয়েছে। অন্যদিকে গতকালের তুলনায় রুপো কিছুটা দুর্বল হয়েছে। রুপোর দাম আজ ০.২৪ শতাংশ কমেছে। আজ এমসিএক্সে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৪৮,২৯০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ২০২০ সালের কথা ধরলে, সেই সময় ১০ গ্রাম সোনার সর্বোচ্চ দাম ছিল ৫৬,২০০ টাকা। সেই হিসেব ধরলে এখনও সোনার দাম ৭,৯১০ টাকা সস্তা চলছে।
কলকাতার সোনা-রুপোর দর
কলকাতায় সোনার দাম আজ সামান্যই বেড়েছে। এদিন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ২০ টাকা বেড়ে হয়েছে ছিল ৪,৫৪০ টাকা। অন্যদিকে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১৬০ টাকা বেড়ে হয়েছে ৩৬,৩২০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম যথাক্রমে ২০০ টাকা এবং ২,০০০ টাকা বেড়ে ৪৫,৪০০ টাকা এবং ৪,৫৪,০০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিন কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম এদিন ৩৮ টাকা বেড়ে হয়েছে ৪,৯৫৩ টাকা। এবং ৮ গ্রাম সোনার দাম ৩০৪ টাকা বেড়ে হয়েছে ৩৯,৬২৪ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৩৮০ টাকা এবং ৩,৮০০ টাকা বেড়ে হয়েছে ৪৯,৫৩০ টাকা এবং ৪,৯৫,৩০০ টাকা।
শেয়ার বাজারে সোনা-রুপোর দর
খবর লেখা পর্যন্ত সোনার দাম শেয়ার বাজারে সামান্য কমতে দেখা যাচ্ছে।এদিন কমোডিটির (MCX) বাজারে ফেব্রুয়ারি মাসের সোনার দাম -০.০১ শতাংশ অর্থাৎ ৪.০০ টাকা কমে হয়েছে ৪৮,২২৪.০০ টাকা। অন্যদিকে মার্চ মাসের রুপোর দাম এদিন -০.৬০ শতাংশ অর্থাৎ ৩৭৪ টাকা কমে হয়েছে ৬১,৬৬১ টাকা।
জুয়েলারি শেয়ার হালহকিকত
এদিন অনেকটাই দাম বেড়েছে জুয়েলারি মার্কেটের শেয়ারে। আজ টাইটান কোম্পানির শেয়ারের দাম ১.৩০ শতাংশ বেড়ে হয়েছে ২,৪৪১.৬৫ টাকা। রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম ৪.৪৪ শতাংশ বেড়ে হয়েছে ৮৩৪.৪৫ টাকা। অন্যদিকে বৈভব গ্লোবালের শেয়ারের দাম -২.০৫ শতাংশ কমে হয়েছে ৪৫১.৮৫ টাকা। এছাড়াও কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম -০.৮৪ শতাংশ কমে হয়েছে ৬৫.৩০ টাকা। এবং গোল্ডিয়াম ইন্টারের শেয়ারের দাম ১.১৯ শতাংশ বেড়ে হয়েছে ৯৮২.৫০ টাকা।
বিশ্বে সোনা-রুপোর বাজার
বিশ্ববাজারে মঙ্গলবার সোনার দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে রুপোর দামও। এদিন বিশ্ববাজারে সোনার দাম ০.৫৯ শতাংশ অর্থাৎ ১০.৬২ ডলার বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে ১,৮১৮.৬২ ডলার। অন্যদিকে রুপোর দামও ১.৫১ শতাংশ অর্থাৎ ০.৩৪ সেন্ট বেড়ে হয়েছে ২২.৮৬ ডলার প্রতি আউন্স।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
কলকাতা: বিয়ের মরশুমে ভারতীয় গয়নার বাজারের ঔজ্বল্য বেড়েই চলেছে। আজ আবারও সোনার দাম বাড়তে দেখা গিয়েছে। অন্যদিকে গতকালের তুলনায় রুপো কিছুটা দুর্বল হয়েছে। রুপোর দাম আজ ০.২৪ শতাংশ কমেছে। আজ এমসিএক্সে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৪৮,২৯০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ২০২০ সালের কথা ধরলে, সেই সময় ১০ গ্রাম সোনার সর্বোচ্চ দাম ছিল ৫৬,২০০ টাকা। সেই হিসেব ধরলে এখনও সোনার দাম ৭,৯১০ টাকা সস্তা চলছে।
কলকাতার সোনা-রুপোর দর
কলকাতায় সোনার দাম আজ সামান্যই বেড়েছে। এদিন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ২০ টাকা বেড়ে হয়েছে ছিল ৪,৫৪০ টাকা। অন্যদিকে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১৬০ টাকা বেড়ে হয়েছে ৩৬,৩২০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম যথাক্রমে ২০০ টাকা এবং ২,০০০ টাকা বেড়ে ৪৫,৪০০ টাকা এবং ৪,৫৪,০০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিন কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম এদিন ৩৮ টাকা বেড়ে হয়েছে ৪,৯৫৩ টাকা। এবং ৮ গ্রাম সোনার দাম ৩০৪ টাকা বেড়ে হয়েছে ৩৯,৬২৪ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৩৮০ টাকা এবং ৩,৮০০ টাকা বেড়ে হয়েছে ৪৯,৫৩০ টাকা এবং ৪,৯৫,৩০০ টাকা।
শেয়ার বাজারে সোনা-রুপোর দর
খবর লেখা পর্যন্ত সোনার দাম শেয়ার বাজারে সামান্য কমতে দেখা যাচ্ছে।এদিন কমোডিটির (MCX) বাজারে ফেব্রুয়ারি মাসের সোনার দাম -০.০১ শতাংশ অর্থাৎ ৪.০০ টাকা কমে হয়েছে ৪৮,২২৪.০০ টাকা। অন্যদিকে মার্চ মাসের রুপোর দাম এদিন -০.৬০ শতাংশ অর্থাৎ ৩৭৪ টাকা কমে হয়েছে ৬১,৬৬১ টাকা।
জুয়েলারি শেয়ার হালহকিকত
এদিন অনেকটাই দাম বেড়েছে জুয়েলারি মার্কেটের শেয়ারে। আজ টাইটান কোম্পানির শেয়ারের দাম ১.৩০ শতাংশ বেড়ে হয়েছে ২,৪৪১.৬৫ টাকা। রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম ৪.৪৪ শতাংশ বেড়ে হয়েছে ৮৩৪.৪৫ টাকা। অন্যদিকে বৈভব গ্লোবালের শেয়ারের দাম -২.০৫ শতাংশ কমে হয়েছে ৪৫১.৮৫ টাকা। এছাড়াও কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম -০.৮৪ শতাংশ কমে হয়েছে ৬৫.৩০ টাকা। এবং গোল্ডিয়াম ইন্টারের শেয়ারের দাম ১.১৯ শতাংশ বেড়ে হয়েছে ৯৮২.৫০ টাকা।
বিশ্বে সোনা-রুপোর বাজার
বিশ্ববাজারে মঙ্গলবার সোনার দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে রুপোর দামও। এদিন বিশ্ববাজারে সোনার দাম ০.৫৯ শতাংশ অর্থাৎ ১০.৬২ ডলার বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে ১,৮১৮.৬২ ডলার। অন্যদিকে রুপোর দামও ১.৫১ শতাংশ অর্থাৎ ০.৩৪ সেন্ট বেড়ে হয়েছে ২২.৮৬ ডলার প্রতি আউন্স।