কলকাতা: সোনার দাম স্থিতিশীল। নতুন বছরের হাত ধরে এক লাফে দর বেড়েছিল সোনার। গ্রাম প্রতি ছুঁয়েছিল ৮ হাজার টাকা। এরপর গতকাল, অনেকটাই পড়েছিল সোনা-রুপোর দর। তবে এবার খানিকটা স্থিতিশীল তারা। এদিন মঙ্গলবার সোনার দামে সামান্য বৃদ্ধি দেখা গেলেও, দর ওঠেনি রুপোর। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার দামে খানিকটা পতনও দেখা গিয়েছে। ফলত, পকেট বাঁচিয়ে খানিকটা সোনায় বিনিয়োগের সঠিক সময় খুঁজে পেতে পারে মধ্যবিত্তরা।
২২ ক্যারেট সোনার দাম –
সোমবারের তুলনায় দর বাড়ল সোনার। ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ ছুঁয়েছে ৭ হাজার ৩৬৫ টাকায়। সুতরাং দশ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে মোট ৭৩ হাজার ৬৫০ টাকায়।
২৪ ক্যারেট সোনার দাম –
গতকালের তুলনায় দাম কমেছে ২৪ ক্যারেট সোনার। এদিন ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৭৪৫ টাকা। অন্যদিকে, ১০ গ্রাম সোনার দাম ছুঁয়েছে ৭৭ হাজার ৪৫০ টাকায়।
১৮ ক্যারেট সোনার দাম –
২৪ ক্যারেটের মতোই দাম কমেছে ১৮ ক্যারেটের সোনারও। গতকালের তুলনায় দাম কমেছে দু’হাজার টাকা। সোমবার ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৯ হাজার ২০ টাকা। যা মঙ্গলবার হয়েছে ৫৭ হাজার ৯৩০ টাকা।
তবে রুপোর দাম রয়েছে অপরিবর্তিত। মঙ্গলবার রুপোর দাম রয়েছে ৯৪ হাজার ৫০০ টাকা।