AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Reserve Bank Of India-এর ‘হ্যাঁ’, জাপানের ব্যাঙ্ক SMBC ২৪.৯৯ শতাংশ শেয়ার কিনতে পারে Yes Bank-র!

RBI, Yes Bank: ২২ অগস্ট একটি চিঠিতে জাপানের ব্যাঙ্ক SMBC বা সুমিতোমো মিৎসুই ব্যাংকিং কর্পোরেশনকে ইয়েস ব্যাঙ্কের ২৪.৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণের ব্যাপারে 'হ্যাঁ' করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কটি।

Reserve Bank Of India-এর 'হ্যাঁ', জাপানের ব্যাঙ্ক SMBC ২৪.৯৯ শতাংশ শেয়ার কিনতে পারে Yes Bank-র!
Image Credit: Getty Images
| Updated on: Aug 25, 2025 | 1:11 PM
Share

ইয়েস ব্যাঙ্কের শেয়ারে বিক্রিতে এবার সবুজ সঙ্কেত দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২২ অগস্ট একটি চিঠিতে জাপানের ব্যাঙ্ক SMBC বা সুমিতোমো মিৎসুই ব্যাংকিং কর্পোরেশনকে ইয়েস ব্যাঙ্কের ২৪.৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণের ব্যাপারে ‘হ্যাঁ’ করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কটি। জানা গিয়েছে এই অনুমোদন ১ বছরে জন্য বৈধ থাকবে। এ ছাড়াও আরবিআই জানিয়েছে SMBC কখনওই ইয়েস ব্যাঙ্কের প্রোমোটর হতে পারবে না।

এই বছরের মে মাসের ৯ তারিখ ইয়েস ব্যাঙ্ক স্টক এক্সচেঞ্জে জানিয়েছিল ব্যাঙ্কের জাপানের SMBC তাদের ২০ শতাংশ শেয়ার কিনতে প্রস্তাব দিয়েছে। এর মধ্যে ১৩.১৯ শতাংশ শেয়ার বিক্রি করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর বাকি ৬.৮১ শতাংশ শেয়ার বিক্রি করতে রাজি অ্যাক্সিস ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ও কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক।

যদিও এই শেয়ার কেনা-বেচা ভারতের কম্পিটিশন কমিশনের অনুমতিক্রমেই হবে বলে জানা গিয়েছে। ২০২৪ সালের মার্চ মাসের তথ্য অনুযায়ী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে ইয়েস ব্যাঙ্কের ২৩.৯৭ শতাংশ শেয়ার রয়েছে। এর মধ্যে তারা ১৩.১৯ শতাংশ শেয়ার বিক্রি করে দিতে চাইছে। এই ১৩.১৯ শতাংশ শেয়ারের জন্য SMBC-কে ৮ হাজার ৮৮৯ কোটি টাকা খরচ করতে হবে। ২০২০ সালের মার্চ মাসে ইয়েস ব্যাঙ্কের স্ক্যাম সামনে আসার পর সরকারের এই বিষয়টা তাদের নিজেদের হাতে তুলে নেয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেতৃত্বে একাধিক ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্ককে একেবারে খাদের ধার থেকে টেনে তুলে নিয়ে আসে।