AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GST Rate Change: পুজোর আগেই বিরাট সস্তা হয়ে যাবে সোনার গহনা, সুখবর পেলেন বলে…

GST Rate Cut: জিএসটির স্ল্যাবে বড়সড় বদল আসতে চলেছে। শোনা যাচ্ছে, জিএসটির চারটি স্ল্যাব ভেঙে দুটি স্ল্যাব করে দেওয়া হতে পারে। থাকবে শুধু ৫ শতাংশ ও ১৮ শতাংশের স্ল্যাব। ১২ শতাংশ ও ২৮ শতাংশের স্ল্যাব তুলে দেওয়া হবে।

GST Rate Change: পুজোর আগেই বিরাট সস্তা হয়ে যাবে সোনার গহনা, সুখবর পেলেন বলে...
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: Aug 25, 2025 | 1:13 PM
Share

নয়া দিল্লি: জিএসটিতে আসতে চলেছে বড় বদল। জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোনা যাচ্ছে, জিএসটিতে বড়সড় কাটছাঁট হতে চলেছে। খরচ কমবে মধ্যবিত্তের। আরও বড় একটি খবর হল, জিএসটির হারে পরিবর্তন হলে, কমতে পারে সোনার দামও।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই হতে চলেছে ৫৬ তম জিএসটি কাউন্সিলের বৈঠক। জিএসটির স্ল্যাবে বড়সড় বদল আসতে চলেছে। শোনা যাচ্ছে, জিএসটির চারটি স্ল্যাব ভেঙে দুটি স্ল্যাব করে দেওয়া হতে পারে। থাকবে শুধু ৫ শতাংশ ও ১৮ শতাংশের স্ল্যাব। ১২ শতাংশ ও ২৮ শতাংশের স্ল্যাব তুলে দেওয়া হবে।

শোনা যাচ্ছে, সোনা, সোনার বার, সোনার কয়েন, সোনার বিস্কুট ও সোনার গহনার উপরেও জিএসটিতে ছাড় দেওয়া হতে পারে। ০.৫ শতাংশ থেকে ১ শতাংশ জিএসটি কমানো হতে পারে। গ্রহরত্নেও একই হারে জিএসটি কমানো হতে পারে।

যদি সরকার সোনার গহনা ও গ্রহরত্নে জিএসটি কমায়, তাহলে দিপাবলীর আগেই সোনার গহনার দাম বেশ কিছুটা কমতে পারে। বর্তমানে সোনার দামের উপরে ৩ শতাংশ জিএসটি বসে। এর মধ্যে ১.৫ শতাংশ সিজিএসটি ও ১.৫ শতাংশ এসজিএসটি বসে। যদি ১০ হাজার টাকার গহনা কেনেন, তবে তার উপরে ৩ হাজার টাকা কর দিতে হয় জিএসটি বাবদ।

আগে সোনার গহনার উপরে ১ শতাংশ ভ্যাট ও ১ শতাংশ সার্ভিস ট্যাক্স বসত। জিএসটি ব্যবস্থা চালু হওয়ার পর তা তুলে নেওয়া হয়। বর্তমানে ৩ শতাংশ জিএসটি এবং গহনার মেকিং চার্জের উপরে ৫ শতাংশ জিএসটি বসে। কাস্টম মেড বা অর্ডার দিয়ে তৈরি গহনার ক্ষেত্রে আলাদাভাবে ৩ শতাংশ জিএসটি বসে। গহনা সারাই বা রিপেয়ারিংয়েও আলাদাভাবে ৫ শতাংশ জিএসটি বসে।

যদি সোনার গহনায় জিএসটি ১ শতাংশও কমে, তাহলেও গহনার খরচ বেশ কিছুটা কমে যাবে। বর্তমানে যা সোনার দাম, তাতে কর ছাড়ও বিশেষ সাশ্রয়ী হবে।