নয়া দিল্লি: যে কোনও জরুরি পরিস্থিতিতে পিএফ অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন টাকা। এমনই অটো-মোড চালু করেছে ইপিএফও। মূলত চিকিৎসা, শিক্ষা, বিয়ের কারণে যে কেউ টাকা তুলতে পারবেন। ২০২০ সালে অটো ক্লেম চালু করা হয়েছিল। কিন্তু সে ক্ষেত্রে শুধুমাত্র চিকিৎসার জন্যই টাকা তোলা যেত। এবার থেকে সেই ব্যবস্থার পরিধি আরও বড় করা হয়েছে।
এর আগে ৫০ হাজার টাকা পর্যন্ত তোলা যেত, এবার সেটা বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে। একটি বিবৃতিতে বলা হয়েছে, অন্তত ২.২৫ কোটি কর্মী এই ব্যবস্থায় টাকা তুলতে পারেন বলে অনুমান করা হচ্ছে। এ ক্ষেত্রে আইটি-র মাধ্যমেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে, কোনও মানুষকে হস্তক্ষেপ করতে হবে না।
সাধারণত কেউ টাকা তুলতে চাইলে, ইপিএফও-র তরফে ভেরিফিকেশন করানো হয়। সেই কারণে বেশ কিছুটা সময় আগে। কর্মী আদৌ টাকা পাওয়ার যোগ্য কি না, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বৈধ তথ্য আছে কি না, তা খতিয়ে দেখা হয়।
তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, পুরোটাই আইটি দ্বারা নিয়ন্ত্রিত হয়। ভেরিফিকেশনও হয় স্বয়ংক্রিয়ভাবেই। ফলে ৩ থেকে ৪ দিনের মধ্যেই সম্পূর্ণ হবে পুরো প্রক্রিয়া।