AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railways: ‘রেল নীর’ বেচে IRCTC কত কোটি টাকা পায় জানেন!

Railways: ২০২৫ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে আইআরসিটিসি-র ক্যাটারিং ৫২৯ কোটি টাকা আয় করেছে, যা তৃতীয় ত্রৈমাসিকে ছিল ৫৫৫ কোটি টাকা।

Railways: 'রেল নীর' বেচে IRCTC কত কোটি টাকা পায় জানেন!
| Updated on: May 29, 2025 | 8:43 PM
Share

নয়া দিল্লি: ট্রেনে যাঁরা নিয়মিত ভ্রমণ করেন, তাঁদের কাছে নীল কাগজে মোড়া বোতল খুবই পরিচিত। সংস্থার নাম ‘রেল নীর’। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন অর্থাৎ আইআরসিটিসি এই পরিষেবা দেয়। এর মাধ্যমে অনেকেরই কর্মসংস্থান হয়। পাশাপাশি বিপুল আয় হয় রেলের।

সম্প্রতি আইআরসিটিসি চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে যে এবার তারা সব মিলিয়ে ৩৫৮ কোটি টাকা লাভ করেছে, যেখানে এক বছর আগে এই একই সময়ে তাদের লাভের অঙ্ক ছিল ২৮৪ কোটি টাকা।

রিপোর্ট বলছে, আইআরসিটিসি-র ২০২৫ সালের চতুর্থ ত্রৈমাসিকে রেল নীর থেকে ৯৬ কোটি টাকা আয় করেছে। তৃতীয় ত্রৈমাসিকে অর্থাৎ গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানির একই আয় ছিল। তবে, ২০২৪ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে আইআরসিটিসি-র লাভ ছিল ৮৩ কোটি টাকা।

২০২৫ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে আইআরসিটিসি-র ক্যাটারিং ৫২৯ কোটি টাকা আয় করেছে, যা তৃতীয় ত্রৈমাসিকে ছিল ৫৫৫ কোটি টাকা। যেখানে গত আর্থিক বছরে চতুর্থ ত্রৈমাসিকে ক্যাটারিং থেকে ৫৩১ কোটি টাকা আয় হয়েছিল।

এছাড়া, ২০২৫ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে ইন্টারনেটে কাটা টিকিট থেকে ৩৭২ কোটি টাকা লাভ করেছে, যা তৃতীয় ত্রৈমাসিকে ছিল ৩৫৪ কোটি টাকা। গত আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে এই মুনাফা ছিল ২৩৪২ কোটি টাকা।