নয়াদিল্লি: সারা মাস গলদঘর্ম করে আয় করেন। তবে বছরে একটি নির্দিষ্ট আয়ের বেশি আপনার উপার্জন হলে সরকারকে আয়কর দিতে হয়। সরকারি এই নিয়ম মেনেও বিভিন্নভাবে আয়কর বাঁচানো যায়। আয়করের নিয়মই বলছে, আপনি যদি আপনার আয়ের টাকা নির্দিষ্টি নির্দিষ্ট ক্ষেত্রে বিনিয়োগ করেন, তবে আয়কর বাঁচানোর সুযোগ রয়েছে। এই অবস্থায় জেনে নিন, আপনার আয় যদি বছরে ১২ থেকে ১৫ লক্ষ টাকার মধ্যে হয়, তবে পুরনো আয়কর কাঠামোয় আপনি কত টাকা বাঁচাতে পারেন।
আপনি যদি বছরে ১৫ লাখ টাকা আয় করেন, তাহলে পুরনো আয়কর কাঠামো অনুসারে কীভাবে কর বাঁচাবেন? ১৫ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ৪.০৮ লক্ষ টাকা পর্যন্ত করছাড় পাবেন। তারপরও আপনাকে ১.৪ লক্ষ টাকা কর দিতে হবে। পুরনো আয়কর কাঠামোয় সেই কর বাঁচানোর একাধিক অপশন রয়েছে।
কী কী সেই অপশন-
উপরের সবগুলি যোগের পর, আপনার করযোগ্য আয় হবে ৭ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকা।
এই ছাড়গুলি যোগ করলে আপনার করযোগ্য আয় ৫ লক্ষের নিচে নেমে যাবে। আর করযোগ্য আয় ৫ লক্ষের নিচে হলে সেকশন ৮৭এ-র অধীনে রিবেট ও ডিডাকশনের সুবিধা পাবেন।
এইভাবে আপনাকে কোনও আয়কর দিতে হবে না। তবে উপরোক্ত এই সুবিধা শুধুমাত্র পুরনো আয়কর কাঠামোর ক্ষেত্রেই প্রযোজ্য।