AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Minimum Balance: ৫০০০০ নয়, অবশেষে মিনিমাম ব্যালান্স নিয়ে সিদ্ধান্ত বদল করল ICICI

ICICI Bank: দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ২০২০ সালেই ন্যূনতম ব্যালান্সের নীতি বাতিল করে। বেশিরভাগ ব্যাঙ্কেই এই পরিমাণ ২,০০০ থেকে ১০,০০০-এর মধ্যে।

Minimum Balance: ৫০০০০ নয়, অবশেষে মিনিমাম ব্যালান্স নিয়ে সিদ্ধান্ত বদল করল ICICI
| Updated on: Aug 13, 2025 | 10:09 PM
Share

নয়া দিল্লি: শহরাঞ্চলের গ্রাহকদের জন্য ন্যূনতম ব্যালান্স ৫০,০০০ টাকা করার কথা ঘোষণা করেছিল আইসিআইসিআই ব্যাঙ্ক। এই বড় অঙ্কের টাকা নিয়ে সমালোচনা হয় সব মহলে। বিশেষত গ্রাহকরাই প্রবল আপত্তি তোলেন। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে পিছু হটল দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক আইসিআইসিআই। কমানো হল মিনিমাম বা ন্যূনতম ব্যালান্সের পরিমাণ।

আগে এই ব্যাঙ্কের ন্যূনতম ব্যালান্স রাখতে হত ১০,০০০ টাকা। শহরাঞ্চলের জন্য সেটাই বাড়িয়ে করে দেওয়া হয়েছিল ৫০,০০০ টাকা। এবার গ্রাহকদের আপত্তির জেরে সেই অঙ্ক কমিয়ে ১৫,০০০ টাকা করা হল।

এছাড়া সেমি আর্বান এলাকার গ্রাহকদের জন্য ন্যূনতম ব্যালান্স ২৫,০০০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে হল ৭,৫০০ টাকা। গ্রামীণ গ্রাহকদের জন্য ১০,০০০ টাকা রাখার কথা বলা হয়েছিল প্রাথমিকভাবে। সেটা এবার থেকে ২,৫০০ টাকা রাখলেই চলবে।

দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ২০২০ সালেই ন্যূনতম ব্যালান্সের নীতি বাতিল করে। বেশিরভাগ ব্যাঙ্কেই এই পরিমাণ ২,০০০ থেকে ১০,০০০-এর মধ্যে।

আইসিআইসিআই জানিয়েছিল, চলতি মাসের শুরু থেকে অর্থাৎ ১ অগস্ট বা তারপর যে সমস্ত গ্রাহকরা সেভিংস অ্যাকাউন্ট খুলবেন, তাঁদের ক্ষেত্রে নয়া নিয়ম প্রযোজ্য হবে। ব্যালেন্স ৫০ হাজার টাকা না রাখলে মোটা অঙ্কের জরিমানা করা হবে বলেও জানিয়ে দিয়েছিল দেশের অন্যতম বৃহৎ এই বেসিরকারি ব্যাঙ্ক, যা নিয়ে শুরু হয় প্রবল বিতর্ক।