AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এই উপায় মানলে চটজলদি মিটিয়ে ফেলতে পারবেন আপনার Home Loan

Repay Home Loan: চটজলদি লোন মিটিয়ে ফেলতে সবার আগে জোর দিতে হবে প্রি পেমেন্টে। কয়েক মাস ছাড়াই কিছুটা করে টাকা একসঙ্গে পেমেন্ট করে দিতে হবে।

এই উপায় মানলে চটজলদি মিটিয়ে ফেলতে পারবেন আপনার Home Loan
Image Credit: DEV IMAGES/Moment/Getty Images
| Updated on: Aug 11, 2025 | 12:16 PM
Share

নিজের বাড়ির স্বপ্ন পূরণ করার জন্য সাধারণত হোম লোন নিয়ে থাকেন মধ্যবিত্তরা। কিন্তু হোম লোন বেশিরভার ক্ষেত্রেই ২০ থেকে ২৫ বছর, সময়কালের জন্য হয়ে থাকে। কিন্তু এমন কিছু নির্দিষ্ট টিপস রয়েছে, যাতে খুব তাড়াতাড়িই হোম লোন মিটিয়ে ফেলা যাবে।

চটজলদি লোন মিটিয়ে ফেলতে সবার আগে জোর দিতে হবে প্রি পেমেন্টে। কয়েক মাস ছাড়াই কিছুটা করে টাকা একসঙ্গে পেমেন্ট করে দিতে হবে। সেই ক্ষেত্রে আসল থেকেই ওই টাকার অঙ্ক বাদ যাবে। আর সেই কারণেই কম যাবে লোনের সময়কাল।

প্রি পেমেন্ট করলে ব্যাঙ্কগুলো দুটি অপশন দেয়। লোনের সময়কাল কমানো এবং লোনের ইএমআই কমানো। যদি চটজলদি লোন মেটাতে হয়, তাহলে লোনের ইএমআই না কমিয়ে কমাতে হবে লোনের সময়কাল।

যদি দেখা যায়, আপনার পরে যাঁরা লোন নিচ্ছে তাঁদের ব্যাঙ্ক বা ঋণ দাতা সংস্থা কম সুদের হারে লোন দিচ্ছে, তাহলে সংস্থা বা ব্যাঙ্কের সঙ্গে আপনার লোনের সুদের হার নিয়ে আলোচনা করতে হবে। যাতে, আপনার লোনের সুদের হার কিছুটা কমানো যায়।

চটজলদি লোন মেটাতে ইএমআই-এর অঙ্ক কিছুটা হলেও বাড়িয়ে দিন। তাতে আপনার লোনের সময়কাল কমে যাবে। এ ছাড়াও আপনার লোন যদি ফিক্সড রেটে থাকে, তাহলে তা ফ্লোটিং রেটে পরিবর্তন করিয়ে নিন। তাতে কিছুটা হলেও সুদের হার কম হয়। আর তাতে একই ইএমআই দিলেও আগের তুলনায় তাড়াতাড়ি লাঘব হয় লোনের সময়কাল।