নয়া দিল্লি: বর্তমান যুগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা অত্যন্ত জরুরি। তবে অনেকেই এমন রয়েছেন, যাদের একটি নয়, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। আপনিও যদি এই তালিকায় থাকেন, তবে এই তথ্য জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে যে নিয়ম রয়েছে, তা জানা না থাকলে আপনাকে মোটা টাকা খোয়াতে হতে পারে। এই নিয়ম জানলে আপনিও ভাববেন যে একাধিক অ্যাকাউন্টের তুলনায় একটা অ্যাকাউন্ট থাকাই শ্রেয়।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট এমনিতে সামলানো খুব একটা কঠিন নয়, আর আপনি যদি নিয়মিত আয়কর জমা দেন, তবে আপনার অ্যাকাউন্ট সামলানো আরও সহজ হয়ে যায়। যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকে, তবে অ্যাকাউন্ট সামলানোর জন্য কনভিনিয়েন্স ফি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এসএমএস সার্ভিস, মিনিয়াম ব্যালেন্স রাখার মতো বিষয়গুলিতেও কম খরচ বহন করতে হয়।
যদি আপনার একাধিক অ্যাকাউন্ট থাকে, তবে এর মধ্যে একটি অ্যাকাউন্ট অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার সম্ভাবনা বেশি। আর এই ধরনে অ্যাকাউন্টেই প্রতারণা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। সাধারণত চাকরি বদল করার ক্ষেত্রেই এই ধরনের একাধিক অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়। যদি আপনারও এইরকম অ্যাকাউন্ট থাকে, তবে চাকরি বদলের সঙ্গে সঙ্গে পুরনো ব্য়াঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া উচিত।
যদি আপনার একাধিক ব্য়াঙ্ক অ্যাকাউন্ট থাকে, তবে প্রত্য়েকটি অ্যাকাউন্টেই ন্যূনতম ব্যালেন্স রাখতে হয়। যদি আপনি এই ব্যালেন্স বজায় রাখতে না পারেন, তবে এর প্রভাব সরাসরি আপনার সিবিল রেটিং (CIBIL rating)-এ প্রভাব পড়বে।
এখন প্রত্য়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেই বিভিন্ন পরিষেবা, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এসএমএস সার্ভিসের জন্য় প্রত্যেক বছর একটি নির্দিষ্ট অঙ্কের টাকা কেটে নেওয়া হয়। যদি আপনার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তবে একাধিক সার্ভিস চার্জও দিতে হত।