Income Tax Rules: আয়কর জমা দেওয়ার নিয়মে এল বিরাট পরিবর্তন, ITR ফাইল করতে চাপ কমবে করদাতাদের!
ITR-2 Filling: যাদের বেতন বাদেও অন্যান্য আয় থাকে, যেমন শেয়ার বা স্টক থেকে কিংবা রিয়েল এস্টেট বা বিদেশ থেকে আয় হয়, তাদের আইটিআর-২ ফাইল করতে হয়।

নয়া দিল্লি: আয়কর দাতাদের জন্য বিরাট খবর। আয়কর জমা দেওয়ার নিয়মে এল বড় পরিবর্তন। কমল ঝক্কি, উপকৃত হবেন সাধারণ মানুষ। এবার ITR-2 ফর্মে বদল আনা হল। অনলাইনেই করা যাবে যাবতীয় কাজ। কীভাবে হবে, জেনে নিন-
যারা আইটিআর-২ ফর্মের মাধ্যমে রিটার্ন দাখিল করেন বা জমা দেন, তাদের জন্যই বড় আপডেট রয়েছে। এবার আইটিআর-২ ফর্ম অনলাইন মোডে পূরণ করা যাবে। তাও আবার প্রি-ফিলড ডেটা দিয়ে। আর এক্সেল (Excel) বা JSON ফাইল তৈরির কোনও ঝামেলা থাকবে না।
যারা শেয়ার কেনাবেচা করেন বা রিয়েল এস্টেট থেকে আয়, এই নিয়মে তারা বিশেষ সুবিধা পাবেন। আগে এই পদ্ধতিতে আয়কর রিটার্ন দাখিল করার জন্য অপেক্ষা করতে হত বা কনসাল্টেন্টের সাহায্য নিতে হত।
Kind Attention Taxpayers!
Income Tax Return Form of ITR-2 is now enabled for filing through online mode with pre-filled data at the e-filing portal.
Visit: https://t.co/uv6KQUbXGv pic.twitter.com/u8EiumigEb
— Income Tax India (@IncomeTaxIndia) July 18, 2025
প্রসঙ্গত, এতদিন শুধুমাত্র ITR-1 এবং ITR-4 অনলাইনে পূরণ করা যেত। ITR-2 এবং ITR-3 এর জন্য Excel ইউটিলিটি ছিল। এখন ITR-2 অনলাইন পোর্টালে আগে থেকে পূরণ করা তথ্য দিয়ে আইটিআর দাখিল করা যেতে পারে। এর আগে, এর জন্য, ফর্মটি আগে থেকে পূরণ বা ফিল আপ করে একটি JSON ফাইল তৈরি করতে হত, যা আপলোড করতে হত।
কাদের ITR-2 ফাইল করা উচিত?
যাদের বেতন বাদেও অন্যান্য আয় থাকে, যেমন শেয়ার বা স্টক থেকে কিংবা রিয়েল এস্টেট বা বিদেশ থেকে আয় হয়, তাদের আইটিআর-২ ফাইল করতে হয়।
আইটিআর-২ এখন অনলাইনে পূরণ করা গেলেও, আইটিআর-৩ এখনও অনলাইনে প্রি-ফিল মোডে পূরণ করা যায় না। এক্সেল ইউটিলিটি ব্যবহার করে ফর্ম পূরণ করতে হয়।

