AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Currency: বিদেশে কোথায় কোথায় বেড়াতে গিয়ে ভারতীয় মুদ্রায় কাজ সারতে পারবেন, জানেন?

Indian Rupee: গোটা পৃথিবীতে এমন না হলেও পৃথিবীর একাধিক দেশে ঘুরতে গিয়ে ভারতীয় টাকায় লেনদেন করতে পারবেন আপনি। কোথাও সরকারি ভাবে, আবার কোথাও আনঅফিশিয়ালি।

Indian Currency: বিদেশে কোথায় কোথায় বেড়াতে গিয়ে ভারতীয় মুদ্রায় কাজ সারতে পারবেন, জানেন?
Image Credit: David Talukdar/Moment/Getty Images
| Updated on: Aug 12, 2025 | 10:34 PM
Share

বিদেশে ঘুরতে যেতে কে না চায়। কিন্তু বিদেশে ঘুরতে গেলে লেজুড় হিসাবে একটা চিন্তা মাথায় ঘুরতেই থাকে। টাকা এক্সচেঞ্জ করে কত ডলার পাব, আর ডলার বদলে সেই দেশের কত টাকা পাব! যদি বিদেশে গিয়ে কেনাকাটা করে যদি ভারতীয় মুদ্রায় পেমেন্ট করা যেত, কতই না ভাল হত বলুন তো? গোটা পৃথিবীতে এমন না হলেও পৃথিবীর একাধিক দেশে ঘুরতে গিয়ে ভারতীয় টাকায় লেনদেন করতে পারবেন আপনি। কোথাও সরকারি ভাবে, আবার কোথাও আনঅফিশিয়ালি।

এই তালিকায় সবার আগে আসে ভুটান। আমাদের প্রতিবেশী দেশ ভুটানের মুদ্রা নালট্রাম (Ngultrum; চিহ্ন: BTN) ও ভারতীয় টাকার এক্সচেঞ্জ ভ্যালু সমান। ফলে ভুটানে কেনাকাটার পর সে দেশের মুদ্রা না দিয়ে ভারতীয় মুদ্রা ব্যবহার করলেও কোনও সমস্যা হয় না।

ভুটানের পরই আসে নেপাল। এখানেও খুব সহজেই ভারতীয় মুদ্রায় লেনদেন করা যায়। নেপালের বিভিন্ন হোটেল, দোকান বা ট্যাক্সিতে ভারতীয় মুদ্রা গ্রহণ করে। তবে, নেপালের সীমান্ত লাগোয়া জায়গাগুলোয় তুলনামূলক ভাবে ভারতীয় মুদ্রা বেশি চালু।

সিঙ্গাপুরে ভারতীয়দের সংখ্যা অনেক বেশি। আর সেই কারণেই ভারতীয় অধ্যুষিত এলাকায়, ভারতীয় দোকানিরা আনঅফিসিয়ালি ভারতীয় মুদ্রা গ্রহণ করে। একই ভাবে ইন্দোনেশিয়া বা সংযুক্ত আরব আমিরশাহিতেও আনঅফিসিয়ালি ভারতীয় মুদ্রা গ্রহণ করে।

শ্রীলঙ্কাতে অফিসিয়ালি শ্রীলঙ্কান রুপি ব্যবহৃত হলেও কিছু ছোটখাট খরচপাতি বা ট্যাক্সিতে ভারতীয় মুদ্রা ব্যবহার হয়ে থাকে। তবে, যে সব দেশে অফিসিয়ালি ভারতীয় মুদ্রা গ্রহণ করা হয়, তার বাইরে আনঅফিসিয়ালি ভারতীয় মুদ্রা ব্যবহার না করাই ভাল। তাতে অনেক ধরনের সমস্যায় পড়তে পারেন সাধারণ পর্যটকরা।