নয়াদিল্লি: শিল্প উৎপাদনের হার বাড়ল ভারতে। পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসে ৫.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে ভারতের শিল্প উৎপাদন। বিগত ছয় মাসে এটিই সর্বোচ্চ বৃদ্ধি বলেই জানা গিয়েছে।
শুক্রবার ভারতের শিল্প উৎপাদন নিয়ে একটি তথ্য প্রকাশ করে জাতীয় পরিসংখ্যান দফতর। সেই পরিসংখ্যানেই বিগত ছয় মাসের মধ্যে ভারতের শিল্প উৎপাদনের এই সর্বোচ্চ হারকে তুলে ধরে তারা।
তাদের দাবি, গত বছর নভেম্বর মাস ৫.২ শতাংশ হারে বৃদ্ধি পায় ভারতের শিল্প উৎপাদন। তার ঠিক এক মাস আগে অর্থাৎ অক্টোবার মাসে ভারতের শিল্প উৎপাদনের হার ছিল ৩ শতাংশের কাছাকাছি। গত ছয় মাসে শিল্প উৎপাদন বৃদ্ধির নিরিখে এটিই সর্বোচ্চ। এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালের নভেম্বর মাসে মাত্র ২.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল ভারতের শিল্প উৎপাদন।
কোন কোন সেক্টরের হাত ধরে বৃদ্ধি পেল ভারতের শিল্প উৎপাদন?
জানা গিয়েছে, নভেম্বর মাসে ১.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে খনিজ উৎপাদন। ৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে বিদ্যুৎ উৎপাদন। এছাড়াও লৌহ শিল্পে বৃদ্ধি দেখা গিয়েছে ৭.৬ শতাংশ। বৈদ্যুতিক সরঞ্জামের শিল্পে বৃদ্ধি দেখা গিয়েছে, ৩৭ শতাংশ। অধাতব খনিজ শিল্পের উৎপাদনে বৃদ্ধি দেখা গিয়েছে ১২ শতাংশ। এই সকল শিল্পগুলির হাত ধরে নভেম্বরে বৃদ্ধির মুখ দেখল ভারত।
তবে এই হার যথেষ্ট নয় বলেই দাবি অর্থনৈতিক বিশেষজ্ঞদের। ৫.৮ শতাংশ পর্যন্ত শিল্প উৎপাদনে বৃদ্ধি হতে পারে, এমনটাই অনুমান ছিল তাদের। কিন্তু অনুমান ভাঙলেও একটি বিষয় নিশ্চিন্তের যে পুনরায় জীবন ফিরে পাচ্ছে ভারতের শিল্প উৎপাদন, দাবি বিশেষজ্ঞদের।