Nike Layoff: জুতো বিক্রিতে ধাক্কা Nike-র, চাকরি যাচ্ছে ১৬০০ কর্মীর

Feb 17, 2024 | 10:13 AM

Nike Layoff: দু দফায় এই ছাঁটাই প্রক্রিয়া হবে বলে জানা গিয়েছে। গত বছরের ডিসেম্বর মাস থেকেই পরিকল্পনা তৈরি করেছিল নাইকি। আগামী তিন বছরের জন্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলার খরচ কমানোর কথা ভেবেছে এই সংস্থা। লক্ষ্যে পৌঁছনোর জন্য এই খরচ কমানো জরুরি বলে দাবি করেছেন সংস্থার কর্তারা।

Nike Layoff: জুতো বিক্রিতে ধাক্কা Nike-র, চাকরি যাচ্ছে ১৬০০ কর্মীর
খরচ কমাচ্ছে নাইকি
Image Credit source: twitter

Follow Us

নিউ ইয়র্ক: শুধুমাত্র তথ্য প্রযুক্তি সংস্থা নয়, এবার আন্তর্জাতিক ব্র্যান্ডেও চাকরি ছাঁটাইয়ের খবর। জনপ্রিয় স্পোর্টস ব্র্যান্ড ‘নাইকি’ (Nike) থেকে বাদ পড়লেন ১৬০০ কর্মী। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছরের আর্থিক লাভ ভাল হয়নি সংস্থার, সেই কারণেই খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওই সংস্থা। সংস্থার চিফ এক্সিকিউটিভ জন ডোনাহো সম্প্রতি এক বিবৃতি দিয়ে কর্মীদের এই খবর জানিয়েছেন। বেশ কিছু নতুন ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে চলেছে ওই সংস্থা। চিঠিতে সংস্থার কর্তা লিখেছেন, ‘এই সিদ্ধান্ত অত্যন্ত কঠিন ও যন্ত্রণাদায়ক। এর জন্য আমি নিজেকে দায়ী বলে মনে করি।’

২০২৩-এর মে মাস পর্যন্ত সংস্থায় মোট কর্মীর সংখ্যা ছিল ৮৩ হাজার ৭০০। এই ছাঁটাইয়ের পর সংস্থার কোনও স্টোরে বা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রভাব পড়বে না বলে জানা গিয়েছে।

দু দফায় এই ছাঁটাই প্রক্রিয়া হবে বলে জানা গিয়েছে। গত বছরের ডিসেম্বর মাস থেকেই পরিকল্পনা তৈরি করেছিল নাইকি। আগামী তিন বছরের জন্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলার খরচ কমানোর কথা ভেবেছে এই সংস্থা। লক্ষ্যে পৌঁছনোর জন্য এই খরচ কমানো জরুরি বলে দাবি করেছেন সংস্থার কর্তারা।

সংস্থার তথ্য বলছে, গত কয়েক মাসে বিক্রি কমেছে সংস্থার। ক্ষতির মুখও দেখতে হয়েছে কোনও কোনও ক্ষেত্রে। নভেম্বর থেকে মাত্র ১ শতাংশ বিক্রি বেড়েছে সংস্থার। উত্তর আমেরিকায় জুতোর ক্ষেত্রে বিক্রি কমেছে ৫ শতাংশ। তবে শুধুমাত্র নাইকি নয়, প্রতিযোগী সংস্থাগুলিতেও একই অবস্থা। অ্যাডিডাস, পুমা, জেডি স্পোর্টসও খুব বেশি লাভের মুখ দেখেনি। ফলে ছাঁটাই না করলেও ওই সংস্থাগুলিও খরচ কমাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে।

Next Article