Investment Tips: ২০০ টাকা করে জমালেই হবেন ২৫ লাখের মালিক!
Investment in Daily SIP: এখন বহু মিউচুয়াল ফান্ড হাউস দিনে মাত্র ১০০ টাকা থেকে বিনিয়োগের সুযোগ দিচ্ছে। যারা ফ্রিল্যান্সার বা ছোট ব্যবসায়ী বা সামান্য বেতনের কাজ করেন, তাঁদের জন্য এটি দারুণ সুবিধাজনক। এই দৈনিক এসআইপির মাধ্যমে অল্প অল্প করে সঞ্চয় করে, তা বিরাট ম্যাজিক হতে পারে দীর্ঘমেয়াদে।

বিনিয়োগে অনীহা, নাকি মনে করেন বিনিয়োগ করোতে হলে অনেকটা টাকার প্রয়োজন? যদি এমন মনে করে থাকেন, তাহলেই ভুল করছেন আপনি। কারণ বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ করতে ও সম্পদ তৈরি করতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন নেই। দরকার শুধু শৃঙ্খলা। প্রতিদিন মাত্র ২০০ টাকা জমিয়েই আপনি হতে পারেন ২৫ লক্ষ টাকার মালিক। কীভাবে? এর উত্তর হচ্ছে ‘ডেইলি এসআইপি’।
এখন বহু মিউচুয়াল ফান্ড হাউস দিনে মাত্র ১০০ টাকা থেকে বিনিয়োগের সুযোগ দিচ্ছে। যারা ফ্রিল্যান্সার বা ছোট ব্যবসায়ী বা সামান্য বেতনের কাজ করেন, তাঁদের জন্য এটি দারুণ সুবিধাজনক। এই দৈনিক এসআইপির মাধ্যমে অল্প অল্প করে সঞ্চয় করে, তা বিরাট ম্যাজিক হতে পারে দীর্ঘমেয়াদে।
হিসাবটা ঠিক কী?
প্রতিদিন ২০০ টাকা জমানো মানে মাসে জমবে প্রায় ৬ হাজার টাকা। আমাদের দৈনন্দিন চা-জলখাবারের খরচের সমান। এই টাকা যদি আপনি টানা ১৪ বছর বিনিয়োগ করেন এবং বার্ষিক গড়ে ১২ শতাংশ রিটার্ন পান, তবে কী হবে জানেন?
আপনার মোট বিনিয়োগ হবে, ১০ লক্ষ ৮ হাজার টাকা। এর উপর আপনার আনুমানিক লাভ হবে ১৬ লক্ষ ১০ হাজার টাকা। অর্থাৎ, ১৪ বছর পর আপনি হাতে পাবেন প্রায় ২৬ লক্ষ ১৮ হাজার টাকা।
এই দৈনিক এসআইপির সবচেয়ে বড় সুবিধা হল ‘রুপি কস্ট অ্যাভারেজিং’। বাজার যখন পড়ে থাকে, তখন আপনি একই টাকায় অনেক বেশি ইউনিট কিনতে পারেন। আবার বাজার বাড়লে ইউনিটের দাম বাড়ে। এর উপর যোগ হয় ‘পাওয়ার অফ কম্পাউন্ডিং’। অর্থাৎ সুদের ওপর সুদ।
মনে রাখবেন, বড়লোক হওয়া মানেই তার পিছনে রয়েছে বড় বিনিয়োগ, এমনটা নয়। বরং ছোট বিনিয়োগকে বড় করাই হল আসল বুদ্ধি। আপনার আয় বাড়লে বিনিয়োগের অঙ্কও বাড়াতে পারেন। মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে আজই বিনিয়োগ শুরু করা বুদ্ধিমানের কাজ। লক্ষ্য স্থির থাকলে আপনার সামান্য ২০০ টাকাই হবে আগামীর বড় পুঁজি।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
