IPL 2025, Final: Virat Kohli-Shreyas Iyer নয়, আইপিএল ফাইনালে দেখা যাবে শুধু বিস্কুট আর বিমল, গতবছরের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে বিজ্ঞাপনের হার!
Advertisement, IPL 2025: আইপিএল ফাইনাল উপলক্ষ্যে বিজ্ঞাপনের সমস্ত স্লট বিক্রি করে দিয়েছে জিওস্টার। টিভিতে ১০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন দেখাতে তারা চাইছে প্রায় ২৫ লক্ষ টাকা।

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৫ সালের আইপিএল ফাইনাল। প্রথমে এই ম্যাচ কলকাতায় হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা চলে যায় আমেদাবাদ। এই ম্যাচে মুখোমুখি হবে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিবছরের মতোই এবারেও বিজ্ঞাপন থেকে বিরাট আয় করেছে সম্প্রচারক জিওস্টার। তবে, ফাইনালের বিজ্ঞাপন গতবছরের তুলনায় বেড়েছে প্রায় ৩০ শতাংশ।
আইপিএল ফাইনাল উপলক্ষ্যে বিজ্ঞাপনের সমস্ত স্লট বিক্রি করে দিয়েছে জিওস্টার। টিভিতে ১০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন দেখাতে তারা চাইছে প্রায় ২৫ লক্ষ টাকা। একই সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতি হাজার ইম্প্রেশনের জন্য খরচও বেড়েছে ২০ থেকে ৩০ শতাংশের আশেপাশে।
মরসুমের শুরুতে জিওস্টার কর্তৃপক্ষ ৫ হাজার কোটি তাকা আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছিল। যা গতবছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। যদিও মনে করা হচ্ছে এই বছর জিওস্টার প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা আয় করতে পারে। বাজারের টালমাটাল অবস্থা থাকা সত্ত্বেও নতুন অনেক ব্র্যান্ড আইপিএলের বিরাট দর্শককে তাদের টার্গেট অডিয়েন্স হিসাবে নিয়েছে ও আইপিএলে বিজ্ঞাপন দিতে আগ্রহ দেখিয়েছে।
ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের তথ্য বলছে এবারের আইপিএলে বিজ্ঞাপনের মধ্যে সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেখানো হয়েছে পার্লে বিস্কুট কোম্পানির। আর তার ঠিকপরই ৭ শতাংশ বিজ্ঞাপনী বাজার দখল করে বসে রয়েছে বিমল এলাচ প্রস্তুতকারী সংস্থা। এবারের আইপিএলের ৬ শতাংশ বিজ্ঞাপন দেখানো হয়েছে রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টসের।
