AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold price in Dubai: দুবাইতে কি সত্যিই সস্তা সোনা? হিসেবটা দেখলেই বুঝতে পারবেন আসল রহস্য

Gold price in Dubai: এটা জানা জরুরি যে ভারতীয় হয়ে দুবাই থেকে ঠিক কতটা পরিমান সোনা কেনা সম্ভব।

Gold price in Dubai: দুবাইতে কি সত্যিই সস্তা সোনা? হিসেবটা দেখলেই বুঝতে পারবেন আসল রহস্য
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Apr 14, 2023 | 7:12 AM
Share

সংযুক্ত আরব আমিরশাহীর অন্যতম শহর দুবাই। আকাশচুম্বী বিল্ডিং, বিলাসবহুল শপিং মল, দামি গাড়ির সমাহার, এস দেখতেই প্রতি বছর বহু ভিনদেশী মানুষের ভিড় হয় দুবাইতে। এই শহরের আরও একটি আকর্ষণ হল সোনা। সোনার শহর (City of Gold) বলেও দুবাইকে চিহ্নিত করা হয়। অনেকেই এই শহর থেকে সোনা কিনে নিয়ে যান। বিশেষত ভারতীয়দের মধ্যে এই প্রবণতা বেশি কারণ ভারতের সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত সোনা। যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার প্রয়োজন হয়। শুধুমাত্র ২০২২-এ ভারত থেকে দুবাইতে যাওয়া পর্যটকের সংখ্যা ১২ লক্ষ।

দুবাইতে কি সত্যিই সস্তা সোনা?

বৃহস্পতিবারের দর অনুযায়ী হিসেব করা যাক। এক আউন্সের দাম এদিন বেড়েছে দুবাইয়ের মুদ্রায় ৪০.৩৭ ডিরামজ। প্রতি আউন্স হল ২৮.৩ গ্রাম সোনার সমতুল্য। ভারতীয় মুদ্রায় এদিন এক আউন্সের দাম বেড়েছে ৯০১.৩৭ টাকা। এর ফলে প্রতি আউন্সের দাম হয়েছে ১ কোটি ৬৫ লক্ষ টাকা। অর্থাৎ ২৮.৩ গ্রাম সোনার দাম ১ কোটি ৬৫ লক্ষ টাকা। অর্থাৎ ১ গ্রামের দাম হল ৫ হাজার ৮৩০ টাকা।

ভারতে সোনার দাম কত?

এবার দেখে নেওয়া যাক ভারতে সোনার দাম ঠিক কত? প্রতি ১০ গ্রাম সোনার দাম ৬০ হাজার ৯৪৩। অর্থাৎ প্রতি গ্রাম সোনার দাম ৬ হাজার ৯৪ টাকা।

কেন দুবাই থেকে সোনা কেনেন পর্যটকেরা?

প্রথমত এটা জানা জরুরি যে ভারতীয় হয়ে দুবাই থেকে একটা নির্দিষ্ট পরিমান সোনা কেনা সম্ভব। ছেলেরা ২০ গ্রাম ও মহিলারা ৪০ গ্রাম পর্যন্ত সোনা কিনতে পারবেন কোনও ডিউটি ফি ছাড়াই। এর থেকে বেশি সোনা কিনতে গেলে অনেক বেশি ট্যাক্স দিতে হবে। এছাড়া দুবাইতে যাতায়াত ও হোটেল খরচও অনেকটাই বেশি।

তবে দুবাইতে আন্তর্জাতির দর অনুযায়ী সোনা বিক্রি হয় আর ৫ শতাংশ ভ্যাট নেয় দুবাইয়ের ব্যবসায়ীরা। আর সোনার বিস্কুটের ক্ষেত্রে কোনও ট্যাক্স লাগে না। এছাড়া দুবাইতে সোনার কারিগরের মজুরি অনেক কম। সে কারণেই দুবাই থেকে সোনা কিনতে পছন্দ করেন অনেকেই।