নয়া দিল্লি: আবারও দাম বাড়িয়েছে দেশের অন্যমত বড় টেলিকম সংস্থা জিও (Jio)। প্ল্যানের দাম বেড়েছে ফের। ১৯৯ টাকার প্ল্যান, যা গ্রাহকরা ব্যবহার করেন, তার দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী ২৩ জানুয়ারি থেকে বাড়ছে দাম।
১৯৯ টাকার প্ল্যানের দাম একধাক্কায় বাড়িয়ে ২৯৯ টাকা করা হয়েছে। অর্থাৎ প্রতি মাসে প্রায় ৫০ শতাংশ বেশি দিতে হবে প্ল্যানের দাম। এটি একটি পোস্টপেড প্ল্যান। ২৯৯ টাকার প্ল্যানে পাওয়া যায় আনলিমিটেড কলিং-এর সুবিধা এবং ২৫ জিবি ডেটা। এছাড়া, ২৫ জিবি-র বেশি ডেটা ব্যবহার করলে, প্রতি জিবিতে ১০ টাকা করে চার্জ দিতে হবে।
অর্থাৎ সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনও বদল হয়নি, শুধুমাত্র আরও বেশি টাকা দিতে হবে গ্রাহকদের। তবে যদি নতুন জিও পোস্টপেড প্ল্যান নিতে চান গ্রাহকেরা, তাহলে ২৯৯ টাকার প্ল্যানটি পাওয়া যাবে না আর। নতুন ব্যবহারকারীদের জন্য বেসিক প্ল্যানটিই শুরু হচ্ছে ৩৪৯ টাকা থেকে। এই প্ল্যানে ৩০জিবি ডেটা পাওয়া যাবে।
দীর্ঘদিন ধরে যারা ১৯৯ টাকার প্ল্যান ব্যবহার করছেন, তাঁদের জন্য সত্যিই বাড়তি চাপ এই ১০০ টাকা বৃদ্ধি। দাম বেড়ে যাওয়ার পর, অনেকের মনে হবে যে তারা ৩৪৯ টাকার প্ল্যানের মতো সুবিধা পাওয়া যাচ্ছে না, কারণ সে ক্ষেত্রে আরও বেশি ডেটা অফার করা হয়।
ভারতে ৫জি পরিষেবা দ্রুত বৃদ্ধি পাওয়ায়, জিও ৫জি সংক্রান্ত প্ল্যানগুলিকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে।