LIC Land Selling: জমি-বাড়ি বিক্রি করতে চলেছে LIC! বড় প্ল্যানিং বিমা সংস্থার

Jun 19, 2024 | 7:29 PM

LIC Land Selling: দেশের অনেক শহরে এলআইসি-র সম্পত্তি রয়েছে, যেমন দিল্লির কনট প্লেসের জীবন ভারতী বিল্ডিং। এছাড়া কলকাতার চিত্তরঞ্জন অ্যাভিনিউতে এলআইসি বিল্ডিংও খুব গুরুত্বপূর্ণ। মুম্বইতেও আছে এলআইসি-র সম্পত্তি।

LIC Land Selling: জমি-বাড়ি বিক্রি করতে চলেছে LIC! বড় প্ল্যানিং বিমা সংস্থার
এলআইসি (ফাইল ছবি)
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: দেশের সবচেয়ে বড় বিমা সংস্থা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন বা LIC। দেশের অন্যতম পুরনো এই বিমা সংস্থায় বিনিয়োগ করেন বহু মানুষ। সেই সংস্থাই এবার নাকি জমি-বাড়ি বিক্রি করে টাকা রোজগার করতে চলেছে। প্রায় ৫৮ হাজার কোটি উপার্জনের একটি পরিকল্পনা করেছে এলআইসি। প্রায় ৫৮ হাজার কোটি টাকার একটি পরিকল্পনা করেছে।

সংবাদমাধ্যমের রিপোর্টে জানা যাচ্ছে, এলআইসি বিভিন্ন শহরে তাদের রিয়েল এস্টেট সম্পত্তি বিক্রি করে টাকা উপার্জন করতে চলেছে। সংস্থার একাধিক জমি এবং বাণিজ্যিক ভবন রয়েছে বিভিন্ন জায়গায়। রেল এবং সেনাবাহিনীর পরে, এলআইসি-র কাছেই সবচেয়ে বেশি সংখ্যক জমি এবং রিয়েল এস্টেট সম্পদ রয়েছে। যার মূল্য আনুমানিক কয়েক লক্ষ কোটি টাকা।

দেশের অনেক শহরে এলআইসি-র সম্পত্তি রয়েছে, যেমন দিল্লির কনট প্লেসের জীবন ভারতী বিল্ডিং। এছাড়া কলকাতার চিত্তরঞ্জন অ্যাভিনিউতে এলআইসি বিল্ডিংও খুব গুরুত্বপূর্ণ। মুম্বইতেও আছে এলআইসি-র সম্পত্তি। উত্তরাখণ্ডের মুসৌরিতে মল রোডে যে এসবিআই বিল্ডিং আছে, সেটাও এলআইসি-র।

সূত্রের খবর, এলআইসি-র অন্দরে অনেকগুলি বিকল্প নিয়ে আলোচনা করা হচ্ছে। এর মধ্যে সম্পদের মূল্যায়ন করা খুবই জরুরি। অন্যদিকে, সম্পত্তি বিক্রির প্রক্রিয়ার ভবনগুলির নতুন করে মূল্যায়ন করা হতে পারে। এর আগে যে মূল্যায়ন হয়েছিল, তাতে এলআইসি-র সম্পত্তির মূল্য ছিল ৫০,০০০ কোটি থেকে ৬০,০০০ কোটি টাকা। বর্তমানে এর মূল্য ৫ থেকে ৬ গুণ হয়ে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে।

২০২৪ অর্থবর্ষে এলআইসি-র মোট লাভ ছিল ৪০,৬৭৬ কোটি টাকা, যেখানে ২০২৩ আর্থিক বছরে কোম্পানির মুনাফা ছিল ৩৬,৩৯৭ কোটি টাকা। এবার এলআইসি যদি তার সম্পত্তি বিক্রি করে, তাহলে কোম্পানির লাভ বাড়তে পারে। তবে সম্পত্তিগুলো বিক্রি করতে হলে এলআইসি আইনে পরিবর্তন আনতে হবে।

এলআইসি অবশ্য এই প্রথমবার এমন পরিকল্পনা করছে না। এলআইসি এর আগেও তার সম্পত্তি বিক্রি করার চেষ্টা করেছিল। আইনি কারণে পুরো পরিকল্পনা ব্যর্থ হয়। অন্যদিকে, এলআইসির বহু ভবন ও সম্পত্তি আইনি জটিলতায় আটকে আছে।

Next Article