LIC Policy : মাত্র ৪ বছরেই কোটিপতি! LIC-র এই পলিসিতে বিনিয়োগ করলেই ধামাকা

LIC Policy : মাত্র ৪ বছর বিনিয়োগেই LIC-র এই পলিসিতে হওয়া যাবে কোটিপতি। LIC-র জীবন শিরোমণি স্কিমের সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।

LIC Policy : মাত্র ৪ বছরেই কোটিপতি! LIC-র এই পলিসিতে বিনিয়োগ করলেই ধামাকা
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2022 | 8:29 PM

চাকরিজীবী থেকে ব্যবসায়ী সকলেই বিনিয়োগের ক্ষেত্রে চোখ বন্ধ করে জীবন বিমায় (Life Insurance Corporation) ভরসা রাখেন। LIC-তে টাকা রেখে ব্যাঙ্কের তুলনায় সুদে আসলে অপেক্ষাকৃত বেশি ফেরত পাওয়া যায়। এবং ঝুঁকিও অপেক্ষাকৃত কম থাকে। LIC-র বিভিন্ন পলিসিতে বিনিয়োগ করলেও LIC-র বেশ কিছু পলিসির সম্বন্ধে অনেকেই জানেন না। LIC-র একটি স্কিমে টাকা রেখে প্রায় ১ কোটি টাকা পর্যন্ত কভারেজ পাওয়া যেতে পারে। মেয়াদও বেশি নয়। মাত্র ৪ বছর রাখলেই মিলবে ১ কোটি টাকা। LIC-র পলিসিগুলির মধ্যে একটি অন্যতম দুর্দান্ত প্ল্য়ান হল জীবন শিরোমণি স্কিম।

LIC-র জীবন শিরোমণি স্কিম সম্বন্ধে বিস্তারিত তথ্য :

  • ২০১৭ সালের ১৯ ডিসেম্বর LIC জীবন শিরোমণি স্কিমের সম্বন্ধে ঘোষণা করে এই জীবন বিমা সংস্থা।
  • এই স্কিমের আওতায় বিনিয়োগকারীরা ৪ বছরে ১ কোটি টাকা পেতে পারেন।
  • এটি একটি নন-লিঙ্কড,সীমিত প্রিমিয়ামের পেমেন্ট মানি ব্যাক স্কিম।
  • এই স্কিমে গুরুতর অসুস্থ ব্যক্তিদের সুরক্ষাও অন্তর্ভুক্ত রয়েছে।
  • জীবন শিরোমণি স্কিমে বিনিয়োগকারীর পলিসির মেয়াদ চলাকালীন ব্যক্তির মৃত্যু হলে বিনিয়োগকারীর পরিবার আর্থিক সহায়তা পাবে।
  • এই স্কিমে বার্ষিক, বছরে দু’বার, ত্রৈমাসিক ও মাসে মাসে প্রিমিয়াম দেওয়া যেতে পারে।
  • এই পলিসি কেনার জন্য ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর।

LIC-র এই পলিসির মূল বিষয় হল পলিসির মেয়াদকালে বিনিয়োগকারীর দেওয়া প্রিমিয়ামের উপর ভিত্তি করে পলিসি হোল্ডারকে ঋণ দেওয়া হতে পারে। এই পলিসির ক্ষেত্রে ন্যূনতম অর্থমূল্য ১ কোটি টাকা। এই পলিসির মেয়াদ ১৪, ১৬, ১৮ এবং ২০ বছর। তবে প্রিমিয়াম দিতে হবে মাত্র ৪ বছর। এই পলিসি চালুর জন্য সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর।