LIC Jeevan Umang: মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করুন, রিটার্ন পাবেন ১০ লক্ষ টাকা, LIC-র এই পলিসি সম্পর্কে জানেন?
LIC Jeevan Umang: গরিব থেকে ধনী-সমাজের সব শ্রেণির মানুষের কথা মাথায় রেখেই এলআইসি একাধি বিমা বা পলিসি এনেছে। এমনই একটি পলিসি হল এলআইসি জীবন উমঙ্গ প্ল্যান। এলআইসির এই পলিসিতে আপনি যদি মাসে ৫ হাজার টাকা করে জমা রাখেন, তবে বিমার মেয়াদ শেষে ১০ লক্ষ টাকা রিটার্ন পাবেন।
নয়া দিল্লি: নিজের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিনিয়োগ করতে চান? তবে কোনও বিমায় বিনিয়োগ করাই শ্রেয়। এক্ষেত্রে বিমা বলতেই ভারতীয়দের মনে আসে এলআইসির কথা। গরিব থেকে ধনী-সমাজের সব শ্রেণির মানুষের কথা মাথায় রেখেই এলআইসি একাধি বিমা বা পলিসি এনেছে। এমনই একটি পলিসি হল এলআইসি জীবন উমঙ্গ প্ল্যান। এলআইসির এই পলিসিতে আপনি যদি মাসে ৫ হাজার টাকা করে জমা রাখেন, তবে বিমার মেয়াদ শেষে ১০ লক্ষ টাকা রিটার্ন পাবেন।
এলআইসি জীবন উমঙ্গ-
এলআইসির এই বিমায় যদি ন্যূনতম ৫ হাজার টাকাও বিনিয়োগ করা হয়, তবে ম্যাচুরিটির পর ১০ লক্ষ টাকা অবধি মোটা অঙ্ক রিটার্ন পাওয়া যাবে।
যোগ্যতা-
এই বিমায় বিনিয়োগের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা হল ৯০ দিন। সর্বাধিক ৫৫ বছর অবধি এই পলিসি বা বিমায় বিনিয়োগ করা যায়।
পলিসির টার্ম– ১০০ বছর।
রিটার্ন– এই বিমায় বিনিয়োগ করলে ন্যূনতম ২ লক্ষ টাকা রিটার্ন পাওয়া যায়। বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই।
কীভাবে ৫ হাজার টাকা বিনিয়োগ করে ১০ লক্ষ টাকা পাবেন?
যদি ৩০ বছর বয়সী কোনও ব্যক্তি এলআইসির জীবন উমঙ্গ বিমা কেনেন এবং মাসিক ৫ হাজার টাকা বিনিয়োগ করেন, তবে একটানা ২০ বছর প্রিমিয়াম দিলে আপনি ১০ লক্ষ টাকা রিটার্ন পাবেন।