AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Life Insurance Corporation of India: LIC পলিসি হোল্ডাররা ৩১ মার্চের আগে করুন এই কাজ, অন্যথায় হতে পারে বড় সমস্যা

Life Insurance Corporation of India: LIC পলিসি হোল্ডারদের ৩১ মার্চের মধ্যে প্যান কার্ড লিঙ্ক করাতে হবে পলিসির সঙ্গে। নয়তো সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা।

Life Insurance Corporation of India: LIC পলিসি হোল্ডাররা ৩১ মার্চের আগে করুন এই কাজ, অন্যথায় হতে পারে বড় সমস্যা
ফাইল ছবি
| Edited By: | Updated on: Feb 19, 2023 | 9:20 AM
Share

পলিসি হোল্ডারদের জন্য একটি নয়া আপডেট প্রকাশ করেছে জীবন বিমা সংস্থা। আর আপনি যদি এলআইসি থেকে কোনও পলিসি কিনে থাকেন তাহলে এই বিষয়ে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। LIC একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং জানিয়েছে যে পলিসি হোল্ডাররা যদি এলআইসি পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন তবে শীঘ্রই তা করুন। অন্যথায় তাঁরা ভবিষ্যতে এলআইসি নীতি সম্পর্কিত কাজের জন্য সমস্যার সম্মুখীন হতে পারেন।

একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভারতের জীবন বিমা সংস্থা জানিয়েছে যে ২০২৩ সালের ৩১ মার্চের আগে প্যান কার্ডের সঙ্গে LIC পলিসি সংযোগ করা অত্যাবশ্যক। কয়েকটি ধাপে LIC পলিসি হোল্ডাররা প্যান কার্ডের সঙ্গে পলিসি লিঙ্ক করতে পারেন। আপনার LIC পলিসিকে প্যান কার্ডের সঙ্গে অনলাইনে লিঙ্ক করতে পারেন।

আপনার প্যান কার্ড লিঙ্ক না থাকলে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন:

  • LIC পলিসির সঙ্গে আপনার PAN লিঙ্ক করতে linkpan.licindia.in/UIDSedingWebApp/home এই লিঙ্কে লগইন করুন।
  • লগ ইন করার পরে প্যান কার্ডের তথ্য অনুযায়ী জন্মতারিখ ও লিঙ্গ নির্বাচন করুন।
  • এরপর আপনার প্যানের কার্ডের বিশদ তথ্য সহ ইমেল আইডি দিন।
  • আপনার পুরো নাম, মোবাইল নম্বর, পলিসি নম্বর এবং ক্যাপচা কোড পূরণ করুন এবং জমা দিন।
  • জমা দেওয়ার পরে, ফোনে আসা ওটিপি লিখুন।
  • ওটিপি পূরণ করার পরে আপনার LIC প্যান কার্ডের সাথে লিঙ্ক করা হবে।

এইভাবে অনলাইনে LIC পলিসি লিঙ্ক করা কি না চেক করুন:

  • প্রথমত, ব্যবহারকারীদের LIC-র ওয়েবসাইটে যেতে হবে অথবা linkpan.licindia.in/UIDSedingWebApp/getPolicyPANStatus-এ যেতে হবে।
  • তারপর এখানে আপনি অনলাইনে আপনার প্যান কার্ড লিঙ্ক করতে পারেন এবং এর পাশাপাশি আপনি এটির স্টেটাসও পরীক্ষা করতে পারেন।
  • প্রথমে linkpan.licindia.in/UIDSedingWebApp/getPolicyPANStatus এই ওয়েবসাইটে গিয়ে লগইন করুন।
  • এরপর পলিসি নম্বর লিখুন। আপনার জন্ম তারিখ দিন।
  • এখন প্যান কার্ডের বিশদ লিখুন। এর পর ক্যাপচা পূরণ করুন এবং জমা দিন।
  • PAN ও LIC পলিসি লিঙ্কের বিশদ বিবরণ আপনার স্ক্রিনে দেখানো হবে।