AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Life Certificate For Pensioners: পেনশন পান? আর লাইন নয়, এবার বাড়িতে বসেই জমা দিন লাইফ সার্টিফিকেট!

Life Certificate From Home: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক বা IPPB ও পিএসবি অ্যালায়েন্স এই পরিষেবা দিচ্ছে। পোস্টম্যান বা ব্যাঙ্কের প্রতিনিধি সরাসরি আপনার বাড়িতে গিয়ে আধার-ভিত্তিক প্রক্রিয়ায় ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি ও তা জমা দেওয়ার কাজ করবেন।

Life Certificate For Pensioners: পেনশন পান? আর লাইন নয়, এবার বাড়িতে বসেই জমা দিন লাইফ সার্টিফিকেট!
এই কাজ না করলেই বন্ধ পেনশন!
| Updated on: Oct 26, 2025 | 10:32 AM
Share

পেনশনভোগীদের জন্য অত্যন্ত জরুরি খবর। বার্ষিক লাইফ সার্টিফিকেট বা Jeevan Pramaan Patra জমা দেওয়ার সময় এসে গিয়েছে। এই শংসাপত্র সময়মতো জমা না দিতে পারলে কিন্তু আপনার পেনশন বন্ধ হয়ে যেতে পারে। দেশের প্রবীণ নাগরিকদের জন্য ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে এই লাইফ সার্টিফিকেট জমা করা বেশ কষ্টসাধ্য। তাহলে কি উপায়? এই সমস্যার সমাধানে ‘ডোরস্টেপ ব্যাঙ্কিং’ পরিষেবা চালু করেছে সরকার। আপনি এখন বাড়িতে বসেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন।

লাইফ সার্টিফিকেট কী?

লাইফ সার্টিফিকেট, এই নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই বিষয়টা আসলে কী? এই নথি ব্যবহার করা হয় পেনশনভোগী যে জীবিত রয়েছেন তা প্রমাণ করার জন্য। আর এই শংসাপত্র জমা পড়োলে তবেই, ওই পেনশনভোগী তাঁর অ্যাকাউন্টে সময়মতো পেনশন পাবেন।

কারা দেবে এই পরিষেবা?

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক বা IPPB ও পিএসবি অ্যালায়েন্স এই পরিষেবা দিচ্ছে। পোস্টম্যান বা ব্যাঙ্কের প্রতিনিধি সরাসরি আপনার বাড়িতে গিয়ে আধার-ভিত্তিক প্রক্রিয়ায় ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি ও তা জমা দেওয়ার কাজ করবেন।

কীভাবে আবেদন করবেন?

আপনি নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করতে পারেন। অথবা ‘Post Info’ মোবাইল অ্যাপের মাধ্যমেও ডোরস্টেপ সার্ভিসের জন্য অনুরোধ জানাতে পারেন।

খরচ এবং সময়সীমা

  • সময়: ৮০ বছর বা তার বেশি বয়সীদের জন্য চলতি বছরের ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় ধার্য করা হয়েছে। আবার ৬০ থেকে ৮০ বছর বয়সীদের জন্য, ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে এই কাজ শেষ করার সময় দেওয়া হয়েছে।
  • খরচ: ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক বা IPPB এই পরিষেবার জন্য জিএসটি সহ ৭০ টাকা ফি নেয়। তবে PSB অ্যালায়েন্স কিন্তু ৬০ বছরের বেশি নাগরিকদের জন্য এই পরিষেবা একেবারে বিনামূল্যে দিয়ে থাকে।

কী কী প্রস্তুত রাখবেন?

ডিজিটাল লাইফ সার্টিফিকেটের জন্য আবেদনের আগে আপনার আধার নম্বর, ব্যাঙ্কের বা পোস্ট অফিসের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর, এবং পিপিও (PPO) নম্বর অবশ্যই হাতের কাছে রাখুন।

সার্টিফিকেট জমা হয়ে গেলে আপনার মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ আসবে। এই ডিজিটাল ব্যবস্থার ফলে প্রবীণ নাগরিকরা হয়রানি ছাড়াই সুরক্ষিত ভাবে নিজেদের পেনশন পেতে থাকবেন।