AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতে সীমিত গ্রাহক, স্পিড! কত খরচ, কেমন পরিষেবা দেবে Elon Musk-এর Starlink?

Elon Musk, Starlink: কিন্তু যে স্টারলিঙ্কের পরিষেবা পাওয়ার জন্য ভারতীয়দের একাংশ মরিয়া হয়ে উঠেছিল, সেই সংস্থা কেন মাত্র ২০ লক্ষ গ্রাহককে পরিষেবা দেবে?

ভারতে সীমিত গ্রাহক, স্পিড! কত খরচ, কেমন পরিষেবা দেবে Elon Musk-এর Starlink?
| Updated on: Jul 30, 2025 | 11:46 AM
Share

ভারতে ব্যবসা করার ছাড়পত্র ইতিমধ্যেই পেয়ে গিয়েছে ইলন মাস্কের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা স্টারলিঙ্ক। অনেক টালবাহানার পর এই অনুমতি বা ছাড়পত্র পেয়েছে এই সংস্থা। কিন্তু কেন্দ্রীয় টেলিকম প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যে কেউ নিতে পারবে না স্টারলিঙ্কের এই হাইস্পিড ইন্টারনেটের সুবিধা।

স্টারলিঙ্কের ভারতে আসার খবরে বেশ চাপে পড়েছে বিএসএনএল, এয়ারটেল বা জিওর মতো সংস্থাগুলো। তবে, এই বিষয়ে কেন্দ্রীয় টেলিকম প্রতিমন্ত্রী পেম্মাসানি চন্দ্রশেখর বলেন, আমাদের এই ১৫০ কোটির দেশে স্টারলিঙ্কের এই পরিষেবা নিতে পারবেন মাত্র ২০ লক্ষ গ্রাহক। এ ছাড়াও তিনি আরও বলেন, স্টারলিঙ্কের ইন্টারনেটের স্পিড সর্বোচ্চ ২০০ এমবিপিএস পর্যন্তই হবে। তবে, স্টারলিঙ্ক যেহেতু স্যাটালাইট কমিউনেকশনের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেয়, সেই কারণেই তারা দেশের প্রত্যন্ত অঞ্চলেও পরিষেবা দিতে পারবে। তবে, স্টারলিঙ্ক সর্বোচ্চ ২০ লক্ষ গ্রাহকসীমার মধ্যে থাকলে দেশের অন্যান্য টেলকম সংস্থাগুলোর ইন্টারনেট ব্যবস্থায় খুব একটা প্রভাব পড়বে না বলেই জানা গিয়েছে।

কিন্তু যে স্টারলিঙ্কের পরিষেবা পাওয়ার জন্য ভারতীয়দের একাংশ মরিয়া হয়ে উঠেছিল, সেই সংস্থা কেন মাত্র ২০ লক্ষ গ্রাহককে পরিষেবা দেবে? সরকারি এক কর্তার বক্তব্য অনুযাইয়ী এখনও ইলন মাস্কের সংস্থার ক্ষমতা সীমিত। তা ছাড়াও স্টারলিঙ্কের পরিষেবার খরচও সাধারণ সংস্থাগুলোর থেকে অনেক বেশি। আর সেই কারণেই হয়তো এমনটা হতে চলেছে। বাংলাদেশ ও ভূটানে স্টারলিঙ্ক তাদের পরিষেবা দেয়। আর সেই দেশের হিসাব অনুযায়ী স্টারলিঙ্কের পরিষেবা পেতে মাসে ৩ হাজার থেকে ৪ হাজার ২০০ টাকার কাছাকাছি খরচ হয়।