হঠাৎ খুঁজে পাচ্ছেন না Aadhaar Card, কীভাবে হারানো কার্ড উদ্ধার করবেন, জেনে রাখুন
Aadhaar Card: আধার কার্ড হারিয়ে গেলে, অনলাইন বা অফলাইনে আধার কার্ডের ডিটেইল বের করে নেওয়া যায়। এই সুবিধা দেয় আধারের নিয়ামক সংস্থা, ইউআইডিএআই (UIDAI)। তবে এর জন্য প্রথমেই পুলিশ স্টেশনে গিয়ে বা অনলাইনে এফআইআর দায়ের করতে হবে।

নয়া দিল্লি: সরকারি যে কোনও কাজেই দরকার আধার কার্ড। ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে শুরু করে প্যান কার্ড, মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা থাকে। তাই আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এসআইআর চলছে দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। এখানে আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য না করা হলেও, পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে। এই পরিস্থিতিতে হঠাৎ যদি আপনার আধার কার্ড হারিয়ে যায়, তাহলে কী করবেন?
চিন্তার কারণ নেই। আধার কার্ড হারিয়ে গেলে, অনলাইন বা অফলাইনে আধার কার্ডের ডিটেইল বের করে নেওয়া যায়। এই সুবিধা দেয় আধারের নিয়ামক সংস্থা, ইউআইডিএআই (UIDAI)। তবে এর জন্য প্রথমেই পুলিশ স্টেশনে গিয়ে বা অনলাইনে এফআইআর দায়ের করতে হবে। চুরি হওয়া বা হারিয়ে যাওয়া আধার কার্ডের অপব্যবহার হলে, এই এফআইআর আপনাকে আইনি সুরক্ষা দেবে।
অনলাইনে কীভাবে আধার ডিটেইল বের করবেন?
- ইউআইডিএআই-র ওয়েবসাইট থেকে “Retrieve UID/EID” সার্ভিসে ক্লিক করে আধার নম্বর বের করা যায়।
- এর জন্য প্রথমে https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid- এ ক্লিক করতে হবে
- এরপরে আপনি আধার নম্বর নাকি এনরোলমেন্ট আইডি জানতে চাইছেন, তা সিলেক্ট করুন।
- এবার আধার কার্ড অনুযায়ী পুরো নাম লিখুন। রেজিস্টার্ড ফোন নম্বর বা ইমেইল আইডি ও ক্যাপচা দিন।
- আপনার ফোনে ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করুন।
- অথেনটিকেশন হয়ে গেলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে আধার নম্বর বা ইআইডি চলে আসবে।
যদি আপনার ফোন নম্বর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকে, তাহলে কী করবেন?
- যদি ফোন নম্বর লিঙ্ক না থাকে, তাহলে অফলাইনেও আধার নম্বর বের করা সম্ভব।
- এর জন্য আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে।
- সেখানে গিয়ে প্রিন্ট আধার সার্ভিস থেকে আপনি নিজের আধার নম্বর বের করতে পারেন।
- এছাড়া ইউআইডিএআই-র টোল ফ্রি নম্বর ১৯৪৭- এ ফোন করে আপনার ঠিকানা দিয়েও আধার কার্ডের তথ্য বের করা যায়।
