নয়া দিল্লি: জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার আগে রেল বাজেট নিয়ে তৈরি হয়েছে বড় জল্পনা। এবার রেলের জন্য বাজেটে বড় উপহার দিতে পারে মোদী সরকার। বিশেষ করে সাধারণ যাত্রীদের সুবিধা হবে, এমন কিছু ঘোষণা করা হতে পারে। তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। আগামী ২৩ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এর আগে অন্তর্বর্তী বাজেটে ২ লক্ষ ৫২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল রেলের জন্য।
সূত্রের খবর, বর্তমানে রেল যে অবস্থায় রয়েছে, তার উন্নতির দিকে নজর দেওয়া হবে। ৪৫টি ট্রেনের সঙ্গে জোড়া হতে পারে ৯২টি জেনারেল ক্লাস কামরা, আরও ২২টি ট্রেনে একইভাবে কামরার সংখ্যা বাড়ানো হবে বলে জানা যাচ্ছে।
বিশেষজ্ঞদের অনুমান, স্পেশাল ট্রেনের দিকে দেওয়া হবে বিশেষ নজর। সেই ট্রেনগুলিতে থাকবে অধিকতর সংখ্যায় স্লিপার কোচ ও এসি কোচ। যে সব ট্রেনের যাত্রী সংখ্যা অনেক বেশি, সেই রুটে সেই একই সময়ে এমন স্পেশাল ট্রেন চালানো হতে পারে।
এছাড়া দিল্লি-গয়া, দিল্লি-বারাউনি, মুম্বই বা রাজস্থানে স্পেশাল ট্রেন দেওয়া হতে পারে। সেই সঙ্গে ১০ হাজার জেনারেল কোচ যুক্ত করতে চলেছে রেল, যা ধাপে ধাপে করা হবে বলে জানা গিয়েছে। তাই আপাতত বাজেটের দিকে তাকিয়ে আছেন রেলযাত্রীরা।