চাপে পড়ে মাথা ঝোঁকালো ইউনূসের Bangladesh, Adani-কে ৩ হাজার কোটির বেশি ঋণ মেটাল তারা!
Bangladesh Electricity, Adani Power: আদানির দাবি করা পাওনা অবশ্য এখনও প্রায় ৫০০ মিলিয়ন আমেরিকান ডলার। যা ভারতীয় টাকায় প্রায় ৪ হাজার ২৭৪ কোটি ২০ লক্ষ টাকার কাছাকাছি।

অবশেষে চাপের মুখে মাথা নোয়াল ইউনূসের বাংলাদেশ। সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট বলছে আদানি পাওয়ারকে তারা প্রায় ৩৮৪ আমেরিকান ডলারের ঋণ পরিশোধ করেছে। ভারতীয় মুদ্রায় যা ৩ হাজার ২৮২ কোটি ৬০ লক্ষ টাকা। আর এর ফলে বাংলাদেশের দাবি অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত তাদের থেকে যা পাওনা ছিল আদানি পাওয়ারের তা মিটিয়ে ফেলল ঢাকা।
পিটিআই সূত্র আরও বলছেন, আদানি পাওয়ার বাংলাদেশের থেকে প্রায় ৪৩৭ মিলিয়ন আমেরিকান ডলার পেত। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ হাজার ৭৩৫ কোটি ৭০ লক্ষ টাকার সমান।
যদিও ইকোনমিক টাইমসের সূত্র বলছে, আদানির দাবি করা পাওনা অবশ্য এখনও প্রায় ৫০০ মিলিয়ন আমেরিকান ডলার। যা ভারতীয় টাকায় প্রায় ৪ হাজার ২৭৪ কোটি ২০ লক্ষ টাকার কাছাকাছি।
২০২২ সালের রাশিয়া-ইউকেন সংঘর্ষের পর বাংলাদেশের ক্ষেত্রে আমদানি খরচ বেড়ে যায়। ২০২৪ সালে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। আর তারপরই চাপের মুখে পড়ে বাংলাদেশের অর্থনীতি। আর ফলে, ২০১৭-তে হওয়া চুক্তি অনুযায়ী আদানিকে তার পাওয়া দিতে বারবার চাপে পড়ছে ঢাকা।
আদানি পাওয়ারের সঙ্গে ঢাকা যে আলোচনা চালাচ্ছে সেখানে কয়লার ক্রম বর্ধমান খরচ ও বিদ্যুৎ উৎপাদনকারী প্ল্যান্টের ক্ষমতা সম্পর্কিত বেশ কিছু সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। আর সূত্র বলছে সেই কারণেই আদানির প্রাপ্ত অঙ্কের পরিমাণ বিভিন্ন সূত্র অনুযায়ী আলাদা আলাদা হচ্ছে। তবে, এই খবর নিশ্চিত যে আদানিকে তার বকেয়া থেকে ভারতীয় মুদ্রায় প্রায় ৩ হাজার ২৮২ কোটি ৬০ লক্ষ টাকা মিটিয়ে দিয়েছে ঢাকা।
