মুম্বই: দেশের ধনীতম ব্যক্তি মুকেশ অম্বানীর কাজের বাইরেও নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করেন। অনেক সাক্ষাৎকারে সে সব কথা বলেছেন অম্বানী। একসময় সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি অবসর সময়ে স্ত্রী নীতার সঙ্গে বসে সিনেমা দেখেন। কোন রেস্তোরাঁয় গিয়ে তিনি খাওয়া-দাওয়া করতে পছন্দ করেন, সে কথাও সাক্ষাৎকারে জানিয়েছেন মুকেশ অম্বানী। মুম্বইয়ে এমন একটি রেস্তোরাঁ রয়েছে, যেখানে প্রায় প্রতি সপ্তাহেই খেতে যান তিনি।
মুম্বইয়ের সেই রেস্তোরাঁর নাম ‘ক্যাফে মাইসোর’। কলেজে পড়ার সময় সেখানে নিয়মিত যাতায়াত ছিল তাঁর। এখন সেখানে যাওয়া সম্ভব না হলেও এখনও পর্যন্ত সেখান থেকে খাবার অর্ডার করতে পছন্দ করেন তিনি। পছন্দের খাবার হল ইডলি, ধোসা। দক্ষিণ ভারতের খাবারই খেতে পছন্দ করেন তিনি।
মুম্বইয়ের দক্ষিণ ভারতীয় খাবারের রেস্তোরাঁগুলির মধ্যে সবথেকে পুরনো এই ‘ক্যাফে মাইসোর’। ১৯৩৬ সালে তৈরি হয় এই রেস্তোরাঁ। ১৯৩৬ সালে তৈরি হয় এটি। ড. বাবা সাহেব আম্বেদকর রোডের এই রেস্তোরাঁ খোলা থাকে সকাল ৮টা থেকে রাত ১০ টা পর্যন্ত। বন্ধ থাকে প্রতি বুধবার।
ধোসা, ইডলি ছাড়াও এই রেস্তোরাঁয় পাওয়া যায় স্যান্ডউইচ, স্ট্রিট ফুড, মিষ্টি ইত্যাদি। জানা যায়, অন্তত ৮১ রকমের ধোসা পাওয়া যায় এই রেস্তোরাঁয়। এই রেস্তোরাঁ থেকে অনলাইনে খাবার অর্ডার করতে পারেন। ভাত, উপমা, পুরী, মিষ্টি, লস্যি, মিল্কশেক ইত্যাদি সবই অর্ডার দেওয়া যায়।