Mukesh Ambani: ১৫০ কোটির বাজারে পা রাখছেন অম্বানী, আবার নতুন ব্যবসা রিলায়েন্স কর্তার!

May 14, 2024 | 12:49 AM

Mukesh Ambani: সূত্রের খবর রিলায়েন্স রিটেল নিজস্ব ডায়াগনস্টিক কোম্পানি তৈরি করার পরিকল্পনা করেছে এবার। সংস্থাটি সারা দেশে এই ডায়াগনস্টিক কোম্পানির নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা করছে।

Mukesh Ambani: ১৫০ কোটির বাজারে পা রাখছেন অম্বানী, আবার নতুন ব্যবসা রিলায়েন্স কর্তার!
মুকেশ অম্বানী।
Image Credit source: TV9 Bharatvarsh

Follow Us

মুম্বই: এশিয়ার ধনীতম ব্যবসায়ী মুকেশ অম্বানী এবার পা রাখছেন ১৫০ বিলিয়ন ডলারের ব্যবসায়। বাজারে প্রবেশ করতে চলেছেন। জানা গিয়েছে ডায়াগনস্টিক স্বাস্থ্য পরিষেবা বিভাগে পা রাখছেন তিনি। ইতিমধ্যেই পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করা হয়েছে। তথ্য বলছে, মুকেশ অম্বানীর রিলায়েন্স রিটেল ভেঞ্চারস ডায়াগনস্টিক পরিষেবা সংস্থায় ১০০০ থেকে ৩০০০ কোটি টাকার বেশির ভাগ শেয়ার কেনার পরিকল্পনা করছে। রিলায়েন্স রিটেল ভেঞ্চারস ইতিমধ্যেই অনলাইন ফার্মাসি Netmeds চালু করেছে। এই কোম্পানি প্যাথোলজি সেবা প্রদান করে। কোম্পানিটি এর জন্য থাইরোকেয়ারের মতো অনেক কোম্পানির সঙ্গে চুক্তিও করেছে।

সূত্রের খবর রিলায়েন্স রিটেল নিজস্ব ডায়াগনস্টিক কোম্পানি তৈরি করার পরিকল্পনা করেছে এবার। সংস্থাটি সারা দেশে এই ডায়াগনস্টিক কোম্পানির নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা করছে। রিলায়েন্সের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কেউ কিছু জানায়নি।

রিলায়েন্স রিটেল ২০২০ সালে Netmeds-এ সংখ্যাগরিষ্ঠ শেয়ার অধিগ্রহণ করেছিল। রিলায়েন্স ৬২০ কোটি টাকায় এই চুক্তি করেছিল। প্রায় দেড় বছর আগে জানুয়ারিতে প্রথম অফলাইন স্টোর খুলেছিল কোম্পানিটি। বর্তমানে সারা দেশে এক হাজারের বেশি দোকান রয়েছে। বর্তমানে, রিলায়েন্স রিটেল দেশের বৃহত্তম রিটেল সংস্থা। গত অর্থবছরে কোম্পানির আয় ৩ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে।

Next Article