অম্বানীর ১০ টাকার ‘ধামাকা’ এখন দেশের সীমান্ত পেরিয়ে… কপালে ভাঁজ ফেলছে প্রতিযোগীদের

Jan 16, 2025 | 8:20 PM

Ambani: ইজরায়েলের প্রতি মার্কিন সমর্থনের কারণে মধ্যপ্রাচ্যে আমেরিকান পণ্য বর্জনের ডাক উঠেছে। আর সেখানেই রিলায়েন্স লাভবান হওয়ার আশা রাখছে।

অম্বানীর ১০ টাকার ধামাকা এখন দেশের সীমান্ত পেরিয়ে... কপালে ভাঁজ ফেলছে প্রতিযোগীদের
Image Credit source: Indranil Aditya/NurPhoto via Getty Images)

Follow Us

নয়া দিল্লি: ৭০-এর দশকে মানুষের পছন্দের ছিল সফট ড্রিঙ্ক ব্র্যান্ডটি। মুকেশ অম্বানীর হাত ধরে সেটি আবারও ভারতীয় বাজারে আধিপত্য বিস্তার করেছে। কোকা কোলা বা পেপসির মতো বড় ব্র্যান্ডকেও কঠিন চ্যালেঞ্জের মুখে সময় দিয়েছে। রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ অম্বানী এবার দেশ পেরিয়ে সেই ব্র্যান্ডকে নিয়ে যাচ্ছেন বিদেশের মাটিতে।

ইকনমিক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবার ‘ক্যাম্পা কোলা’কে মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। ভারত থেকে ক্যাম্পা কোলার চালান ইতিমধ্যেই বাহরাইনের খুচরো দোকানে পৌঁছেছে এবং ক্রমে ওমান এবং সৌদি আরবের মতো আরও দেশে পণ্য সরবরাহ করা হবে বলে পরিকল্পনা নিয়েছেন অম্বানীরা। তবে, রিলায়েন্সের তরফ থেকে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইজরায়েলের প্রতি মার্কিন সমর্থনের কারণে মধ্যপ্রাচ্যে আমেরিকান পণ্য বর্জনের ডাক উঠেছে। আর সেখানেই রিলায়েন্স লাভবান হওয়ার আশা রাখছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে যে বেশ কয়েকটি উপসাগরীয় দেশে কোকা-কোলা এবং পেপসিকো-র বিক্রি প্রভাবিত হয়েছে, কারণ সেখানকার গ্রাহকরা স্থানীয় কোলা বা অন্যান্য দেশীয় ব্র্যান্ডের দিকে ঝুঁকছেন।

ইশা অম্বানী ২০২৩ সালের বার্ষিক সাধারণ সভায় কোম্পানির শেয়ারহোল্ডারদের জানিয়েছিলেন যে সংস্থাটি এশিয়া এবং আফ্রিকায় বিস্তার করা হবে। মাত্র ১০ টাকায় ক্যাম্পা কোলা পাওয়া যায় ভারতের বাজারে। ফলে, এমনিতেই প্রতিযোগীদের যথেষ্ট চাপে ফেলেছে রিলায়েন্স। আর এবার আন্তর্জাতিক ময়দানে চ্যালেঞ্জ দিতে নামছে ক্যাম্পা।

Next Article