TCS Layoff: ১২ হাজার না, ৩০ হাজার কর্মী ছাঁটাই করবে TCS? দেশজুড়ে বিক্ষোভ
Protest Against TCS: তথ্য প্রযুক্তি ইউনিয়নের দাবি, ১২ হাজার নয়, টিসিএসের কর্মী ছাঁটাইয়ে প্রভাবিত হতে চলেছে প্রায় ৩০ হাজার কর্মী! মঙ্গলবার এই সিদ্ধান্তের প্রতিবাদে দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ দেখান তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা।

নয়া দিল্লি: ১২ হাজার নয়, টিসিএসে ছাঁটাই করা হচ্ছে ৩০ হাজার কর্মী? এই দাবি সামনে আসতেই পড়ে গিয়েছে শোরগোল। আইটি অ্যান্ড আইটিইএস কর্মীদের ইউনিয়নের তরফে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ দেখানো হচ্ছে এই সিদ্ধান্তের বিরোধিতা করে।
দেশের সবথেকে বড় তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস। হাজার হাজার কর্মীর জীবন জুড়ে এই সংস্থার সঙ্গে। গত মাসেই কর্মীদের বড় ধাক্কা দিয়ে টিসিএসের তরফে ঘোষণা করা হয়, বিশ্বজুড়ে তাদের কর্মীসংখ্যার ২ শতাংশ ছাঁটাই করা হবে। প্রায় ১২ হাজার সিনিয়র ও মিড লেভেলের কর্মীদের চাকরি খোয়াতে হবে এই সিদ্ধান্তে।
তবে তথ্য প্রযুক্তি ইউনিয়নের দাবি, ১২ হাজার নয়, টিসিএসের কর্মী ছাঁটাইয়ে প্রভাবিত হতে চলেছে প্রায় ৩০ হাজার কর্মী! মঙ্গলবার এই সিদ্ধান্তের প্রতিবাদে দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ দেখান তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা। তাদের বক্তব্য, কর্মী ছাঁটাইয়ের আসল সংখ্যা প্রকাশ করা হচ্ছে না। ১২ হাজারের থেকেও অনেক বেশি কর্মী চাকরি খোয়াতে পারেন যেকোনও মুহূর্তে।
নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সিটু ((CITU)-র সমর্থনে এই বিক্ষোভ দেখানো হয়। আইটি ইউনিয়নের তরফে দাবি করা হয়, টিসিএস-কে কর্মী ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবিও জানান তারা।
Union of IT And ITES Employees protested tofay in Chennai against the announced TCS layoff of 12000 employees and the government inaction. pic.twitter.com/E3kDPLUZVW
— UNITE (@UNITEITORG) August 19, 2025
UNITE-র যুগ্ম সভাপতি চন্দ্রশেখর আজাদ বলেন, “দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন কর্মীরাই এই সিদ্ধান্তে (ছাঁটাই) প্রভাবিত হচ্ছে। যারা নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন, যাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে, তাদেরই সরিয়ে ফেলা হচ্ছে। এতে টিমের মধ্যে চাকরি নিয়ে অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি হচ্ছে।”
যদিও টিসিএসের তরফে ইউনিয়নের দাবি অসত্য ও বিভ্রান্তিকর বলেই উল্লেখ করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, কোনও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। কর্মক্ষমতায় পরিবর্তনের সিদ্ধান্তে ২ শতাংশ কর্মীই প্রভাবিত হবে।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে টিসিএসের প্রায় ৬ লক্ষ কর্মী রয়েছে। দেশের সবথেকে বড় বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএস। এর আগে যখন ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করা হয়, তখন জানানো হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল ট্রান্সফরমেশন ও ক্লাউডের হাত ধরে সংস্থাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হচ্ছে। যে কর্মীরা নিজেদের প্রমাণ করতে পারেননি, তাদেরই কেবল ছাঁটাই করা হবে। আর্থিক সাহায্য, অন্যত্র কর্মসংস্থানের ক্ষেত্রেও তাদের সাহায্যের আশ্বাস দিয়েছিল সংস্থা।
এদিকে, ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা এবং তার জেরে কর্মীদের মধ্যে যে অস্থিরতা ছড়ায়, তারপরই কর্নাটক সরকার এবং কেন্দ্রীয় শ্রম মন্ত্রক টিসিএসের কাছে রিপোর্ট তলব করে।

