একের পর এক OYO হোটেল সিল করে দিল পুলিশ

Jan 09, 2025 | 7:11 PM

OYO: 'ওয়ো' এর আগে এই হোটেলগুলিকে নোটিস দিয়েছিল। আর এবার সেগুলি পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে।

একের পর এক OYO হোটেল সিল করে দিল পুলিশ

Follow Us

নয়া দিল্লি: নতুন নিয়ম চালু করেছে OYO। আর তাতেই ঘটেছে বিপত্তি। ইতিমধ্যেই নতুন নিয়ম নিয়ে শুরু হয়েছে শোরগোল। এবার একের পর এক হোটেল সিল করে দিল পুলিশ। ওয়ো-র তরফ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে এই হোটেলগুলির বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ লাইসেন্সিং কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে এই বিষয়ে।

কেন হোটেল বন্ধ করা হল, সেই বিষয়ে বিবৃতিতে জানানো হয়েছে। OYO-র তরফে বুধবার জানানো হয় যে গাজিয়াবাদ পুলিশ ৫০-টিরও বেশি হোটেল সিল করে দিয়েছে। ‘ওয়ো’ এবং গাজিয়াবাদ পুলিশ ওয়োর ব্র্যান্ডিং ব্যবহার করে জালিয়াতি করে অননুমোদিত হোটেলগুলিতে ব্যবসা চালাচ্ছিল। খবর পেয়ে একটি যৌথ অভিযান চালানো হয়েছিল।

‘ওয়ো’ এর আগে এই হোটেলগুলিকে নোটিস দিয়েছিল। সংস্থার নাম যাতে ব্যবহার না করা হয়, সে ব্যাপারে আইনি নোটিস জারি করা হয়েছিল। তারপর পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে।

গাজিয়াবাদের ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার রাজেশ কুমার জানিয়েছেন, বোর্ডে OYO ব্র্যান্ডের নাম নিয়ে যারা অপব্যবহার করছে, তাদের বিরুদ্ধেই এই অভিযান চালানো হয়েছিল। পদ্ধতি মেনেই সিল করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

OYO ইন্ডিয়ার চিফ অপারেটিং অফিসার বরুণ জৈন জানান, অনুমোদনহীন হোটেলগুলি প্রায়ই গ্রাহকদের সঙ্গে এভাবে প্রতারণা করছে। তাই অপব্যবহার রুখতে ভুয়া হোটেলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Next Article