Vande Bharat Express: পনির থেকে চিকেনের পদ, নয়া বন্দে ভারত এক্সপ্রেসে মিলবে আর কী কী লোভনীয় খাবার?
Vande Bharat Express: সম্প্রতি ভোপাল-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। ১৬০ কিমি বেগে ছুটছে এই ট্রেন।
ভোপাল: সম্প্রতি মোদীর হাতে উদ্বোধন হয়েছে ভোপাল-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের। এখন পুরোদমে এই লাইনে ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনে যাত্রীদের পেট ও মন ভরানোর জন্য রয়েছে হরেক রকমের খাবার। মুরগির মাংস থেকে শুরু করে পনিরও রয়েছে মেনুতে। সেখান থেকে নিজের পছন্দের খাবার বেছে নিতে পারেন যাত্রীরা। এই ট্রেনে সফরকালে পাতে কোন কোন পদ পড়বে এক নজরে দেখে নিন তালিকা-
দুপুরের খাবারের মেনু:
দুপুরের মেনুতে রয়েছে মেথি পরোটা, পনির লাবাবদার, জিরা রাইস এবং আরও অন্যান্য পদ।
রাতের খাবার:
যারা নিরামিষ খেতে চান তাঁরা আজওয়ান পরোটা, পনির কোলহাপুরি, অড়হর ডাল,তরকা, জিরা রাইস অর্ডার করতে পারেন। আমিষে রয়েছে চিকেন কোলহাপুরি। শেষ পাতে রয়েছে বাটার স্কচ আইসক্রিমও।
প্রসঙ্গত, এই আমিষ ও নিরামিষ খাবার অর্ডারের জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে যাত্রীদের। দুপুরের খাবারের জন্য দিতে হবে ২৪২ টাকা। আর রাতের খাবারের জন্য ৩০৮ টাকা। টিকিট বুকিংয়ের সময়ই এই টাকা দিয়ে দিতে হবে। এদিকে এই দুপুরের ও রাতের খাবারের মেনুর জায়গায় এক্সিকিউটিভ ক্লাসের জন্য বিশেষ পদের ব্যবস্থা রয়েছে। যেমন এই ক্লাসের যাত্রীদের জন্য মটরশুঁটি, আলুর একটি তরকারি রয়েছে। এদিকে দুপুর ও রাতের খাবারের মেনুতে কিছু পরিবর্তন আসতে পারে। তবে মোটের উপর পরোটা সহ বাকি মেনু একই থাকে।