Passive Income: বাড়ি বসে, অবসর সময়ে কী কী ভাবে উপার্জন করতে পারেন আপনি?
Earn Money: প্যাসিভ ইনকাম জেনারেট করতে প্রাথমিক পরিকল্পনা, সময় ও ধৈর্যের প্রয়োজন। কারণ, অনেকেই ট্রেডিংকে প্যাসিভ উপার্জনের উৎস হিসাবে ধরতে পারেন।

আচ্ছা ধরুন আপনি বাড়িতে বসে রয়েছেন। কিন্তু সেই অবসর সময়েও বেশ কিছু অর্থ উপার্জন করে ফেলছেন আপনি। যেটা করতে হয়তো আপনাকে ঠিক ততটাও কষ্ট করতে হচ্ছে না, যতটা পরিশ্রম আপনি করছেন আপনার অফিসের জন্য। বিশেষজ্ঞরা, এই ধরনের উপার্জনকে বলেন প্যাসিভ ইনকাম।
বিশেষজ্ঞরা বলে থাকেন শেয়ার মার্কেট ও মিউচ্যুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে প্যাসিভ ইনকাম জেনারেট করা যেতেই পারে। তবে শুধুই কি শেয়ার বাজার বা মিউচ্যুয়াল ফান্ড? বিশেষজ্ঞরা বলছেন বিনিয়োগ করা যেতে পারে রিয়েল এস্টেটেও। অর্থাৎ ভাড়া বাড়ি বা দোকানের মাধ্যমেও মাসিক একটা উপার্জন করা সম্ভব।
তবে বর্তমানে ডিজিটাল যুগে অনেকে আবার ভাবছেন ডিজিটালি। ইউটিউবে কন্টেন্ট তৈরি বা কোনও অনলাইন কোর্স তৈরি করে তা থেকে উপার্জন বর্তমানে আয়ের জনপ্রিয় উৎস হয়ে উঠছে।
অনেকে আবার গান, লেখালিখি বা ফটোগ্রাফি থেকেও উপার্জন করেন। এ ছাড়াও বাড়িতে বসে ডিজিটাল মিডিয়া বা অনলাইন মার্কেটিংয়ের কাজ করেও অনেকে উপার্জন করছেন।
তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন যে প্যাসিভ ইনকাম জেনারেট করতে প্রাথমিক পরিকল্পনা, সময় ও ধৈর্যের প্রয়োজন। কারণ, অনেকেই ট্রেডিংকে প্যাসিভ উপার্জনের উৎস হিসাবে ধরতে পারেন। কিন্তু অবসর সময় কেউ ট্রেডিং করে দারুণ কিছু উপার্জন করতে পারবেন, এমনটা নয়। আবার ট্রেডিং করে ক্ষতির সম্মুখীন হয়েছেন, এমন ট্রেডারের সংখ্যাই কিন্তু বেশি। ফলে সময় ও ধৈর্যের মাধ্যমে প্যাসিভ উপার্জন জেনারেট করতে হবে, এটা মাথায় রেখেই এই বিষয়ে নামা ভাল।
