নয়া দিল্লি: সাম্প্রতিক বিতর্কের পর থেকে বহু মানুষ লাক্ষাদ্বীপে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। মলদ্বীপে ভ্রমণের প্রবণতা কমতে শুরু করেছে ভারতীয়দের মধ্যে। এরই মধ্যে ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর নিয়ে এল অনলাইন পেমেন্ট অ্যাপ ‘পেটিএম’। লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য খরচের ক্ষেত্রে বিশেষ ছাড় পাওয়া যাবে বলে জানানো হয়েছে। সম্প্রতি অনেকেই লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য টিকিটের খোঁজ করতে শুরু করেছেন। এই অবস্থায় টিকিট সস্তায় পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে ‘পেটিএম’।
‘পেটিএম’ থেকে লাক্ষাদ্বীপ যাওয়ার বিমানের টিকিট বুক করলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। তার জন্য একটি বিশেষ কোড ঠিক করেছে ‘পেটিএম’। টিকিট কাটার সময় সেই কোড ব্যবহার করতে হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, ‘পেটিএম’-এর তথ্য অনুযায়ী, লাক্ষাদ্বীপ যাওয়ার ঝোঁক একধাক্কায় ৫০ শতাংশ বেড়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে থাকছে ফ্রি ক্যানসেলেশন -এর সুবিধা। অর্থাৎ সফর বাতিল করার জন্য কোনও টাকা দিতে হবে না। ফলে পর্যটকরা পরিকল্পনা বাতিল করে ফেললেও কোনও সমস্যা নেই।
লাক্ষাদ্বীপে একমাত্র বিমানবন্দর রয়েছে আগাত্তি দ্বীপে। কোচি বিমানবন্দর থেকে বিমানে চেপে যেতে হয় লাক্ষাদ্বীপে। শুধুমাত্র এয়ার ইন্ডিয়ার বিমানেই লাক্ষাদ্বীপ যাওয়া যায়।
পেটিএম-এর কোডটি হল FlyLaksha। ন্যুনতম ৩০০০ টাকার টিকিট কিনলে তবেই এই ছাড় পাওয়া যাবে। এক মাসে একজন ক্রেতা একবারই অফার পাবেন। তবে এই সংস্থা যে কোনও সময় অফার বন্ধ করে দিতে পারে।