AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Kisan 12th Installment 2022 : এই কাজ না করলেই ‘মিস’ পিএম কিষাণের ১২ তম কিস্তির টাকা, ডেডলাইন সামনেই

PM Kisan 12th Installment 2022 : পিএম কিষাণ প্রকল্পের আওতায় ১২ তম কিস্তির টাকা পেতে করতে হবে e-KYC। আর এই কাজ করার শেষদিন ৩১ জুলাই।

PM Kisan 12th Installment 2022 : এই কাজ না করলেই 'মিস' পিএম কিষাণের ১২ তম কিস্তির টাকা, ডেডলাইন সামনেই
গ্রাফিক্স : টিভি৯ বাংলা
| Edited By: | Updated on: Jul 25, 2022 | 6:32 PM
Share

১১ তম কিস্তির পর এবার পালা ১২ তম কিস্তির। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (Prime Minister Kisan Samman Nidhi Yojana) ১২ তম কিস্তির টাকা পাওয়ার জন্য e-KYC সম্পন্ন করতে হবে। এবং তা করার শেষ দিন হল ৩১ জুলাই। এই তারিখের মধ্যে e-KYC করা না থাকলে সুবিধাভোগীরা ১২ তম কিস্তির টাকা থেকে বঞ্চিত হতে পারেন।

প্রসঙ্গত, এখনও ১২ তম কিস্তির টাকা অ্যাকাউন্টে পাঠানোর কথা কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে অগস্ট ও নভেম্বর সময়কালে এই কিস্তির টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকবে। উল্লেখ্য, দেশের কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে অর্থ সাহায্য়ের ঘোষণা করা হয়েছিল। পিএম-কিষাণ এই প্রকল্পের আওতায় দেশের কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে দেওয়া হবে। তিনটি কিস্তিতে সেই টাকা দেওয়া হয়ে থাকে। এবং তা দেওয়া হয় সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রতি চার মাস অন্তর ২ হাজার টাকা করে সুবিধাভোগী কৃষকদের অ্য়াকাউন্টে পাঠানো হয় কেন্দ্রের তরফে।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ২৪ ফেব্রুয়ারি এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। সেই সময় যদিও ছোটো ও প্রান্তিক কৃষকের মধ্যেই এই প্রকল্প সীমাবদ্ধ রাখা হয়েছিল। এই প্রকল্পের আওতায় ২ হেক্টর জমির মালিক কৃষকদেরই রাখা হয়েছিল। পরে ১ জুন এই প্রকল্পের পুনর্বিবেচনা করা হয়। সব ধরনের কৃষকদেরই এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়।

কীভাবে পিএম কিষাণ eKYC প্রক্রিয়া সম্পন্ন করবেন?

  1. পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যান। লিঙ্ক- https://pmkisan.gov.in/NewHome3.aspx
  2. ‘eKYC’ অপশনে ক্লিক করুন
  3. আপনার আধার কার্ড নম্বর ও ক্যাপচা কোড লিখুন। তারপর ‘সার্চ’- এ ক্লিক করুন
  4. এরপর আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা অফিসিয়াল ফোন নম্বরটি দিন
  5. ‘ওটিপি পান’ বা ‘Get OTP’ তে ক্লিক করুন। এরপর আপনার ফোন নম্বরে একটি ওটিপি পাবেন
  6. নির্দিষ্ট জায়গায় সেই ওটিপিটি দিন। এবং ‘Enter’ এ ক্লিক করুন