New Year Bonus: কর্মী প্রতি এক লক্ষ টাকা! নিউ ইয়ার পার্টির আগেই বিরাট বোনাস দিল এই সংস্থা

Avra Chattopadhyay |

Dec 24, 2024 | 2:50 PM

New Year Bonus: সংস্থার দশ বছর বয়স হওয়ার আনন্দে নির্দিষ্ট কর্মীদের উপহারে ভরাল কর্তৃপক্ষ। মোট তিন হাজার কর্মীকে এক লক্ষ টাকার ESOP (পড়ুন ইসপ) দিল তারা। যার বাজারদর মোট ৩০ কোটি টাকার সমান।

New Year Bonus: কর্মী প্রতি এক লক্ষ টাকা! নিউ ইয়ার পার্টির আগেই বিরাট বোনাস দিল এই সংস্থা
প্রতীকী ছবি
Image Credit source: Getty Image

Follow Us

নয়াদিল্লি: দিওয়ালি বোনাস থেকে বছর শেষে ক্রিস্টমাস কিংবা নিউ ইয়ার বোনাস, শখ মেটাতে এই অতিরিক্ত উপার্জনগুলির দিকেই সারাবছর ‘চাতক পাখির’ মতো চেয়ে থাকেন বেশিরভাগ কর্মীরা। এবার ভাবুন বছর শেষে আপনার সংস্থা, আপনাকে এক লক্ষ টাকা বোনাস দিল! ব্যাপারটা মোটেই মন্দ নয়। তবে অনেকেই এটিকে কল্পনা বলে দাগিয়ে দেবেন।

শুনতে অবাস্তব লাগলেও আপাতত এটাই সত্যি। নতুন বছরে কর্মীদের এক লক্ষ টাকা করে বোনাস পাঠাল ফিনটেক সংস্থা রেজ়ার পে। সংস্থার দশ বছর বয়স হওয়ার আনন্দে নির্দিষ্ট কর্মীদের উপহারে ভরাল কর্তৃপক্ষ। মোট তিন হাজার কর্মীকে এক লক্ষ টাকার ESOP (পড়ুন ইসপ) দিল তারা। যার বাজারদর মোট ৩০ কোটি টাকার সমান।

কিন্তু এই ইসপ কী জানেন? কর্মীদের জন্য বরাদ্দ শেয়ারকেই বলা হয় ইসপ। দশ বছরে পা দেওয়ার সুবাদেই মোট তিন হাজার কর্মীকে এক লক্ষ টাকার শেয়ার দিল রেজার পে।

উল্লেখ্য়, দিন কয়েক আগে চেন্নাইয়ের একটি সংস্থাও তার কর্মীদের দিওয়ালিতে নামীদামি গাড়ি উপহার করে শিরোনামে চলে আসে। কারোর জন্য মার্সিডিস, কারোর জন্য আবার হুণ্ডাইয়ের গাড়ি। কেউ কেউ আবার পেয়েছিলেন দামি দামি বাইকও। সংস্থার মোট ১৮০ জন কর্মীকে তাদের অকথ্য পরিশ্রমের জন্য, এই উপহার দিয়েছিল বলেই জানা যায় সংস্থার তরফে।

Next Article