AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Credit Score: আপনার লোন পাওয়া হল আরও সহজ! ক্রেডিট স্কোরে আসবে বিরাট বদল…

RBI: বর্তমানে যেহেতু ক্রেডিট ইনফরমেশন রিপোর্টের উপরে ভরসা করা হয়, সেই কারণে সাপ্তাহিক ইনক্রিমেন্টাল ক্রেডিট ইনফরমেশন সাবমিশন করতে বলা হয়েছে। ২০২৪ সালের ৮ অগস্ট আরবিআই সমস্ত ব্যাঙ্ক-কে মাসিক ক্রেডিট ইনফরমেশন আপডেট করার বদলে প্রতি ১৫ দিন অন্তর এই তথ্য আপডেট করতে হবে। এবার তা আরও কমিয়ে দেওয়া হল।

Credit Score: আপনার লোন পাওয়া হল আরও সহজ! ক্রেডিট স্কোরে আসবে বিরাট বদল...
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Dec 07, 2025 | 2:12 PM
Share

নয়া দিল্লি: বছর শেষে বড় খবর। আপনার ঋণ পাওয়া আরও সহজ হল। বড় ঘোষণা করা হল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (Reserve Bank of India) তরফে। আপনার ক্রেডিট স্কোর এবার মাসে নয়, প্রতি সপ্তাহেই বদলে যাবে। এর ফলে আপনার ইএমআই যেমন কমবে, তেমনই গৃহ ঋণ বা অন্য কোনও ঋণ পেতেও সুবিধা হবে।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া গত ৪ ডিসেম্বরের নির্দেশিকায় জানিয়েছে, এবার থেকে প্রতি সপ্তাহে ক্রেডিট ইনফরমেশন রিপোর্ট আপডেট হবে।  এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসাবে জানানো হয়েছে যে বর্তমানে যেহেতু ক্রেডিট ইনফরমেশন রিপোর্টের উপরে ভরসা করা হয়, সেই কারণে সাপ্তাহিক ইনক্রিমেন্টাল ক্রেডিট ইনফরমেশন সাবমিশন করতে বলা হয়েছে।

গত বছরের অগস্ট মাস পর্যন্ত ব্যাঙ্ক মাসিক ক্রেডিট স্কোর আপডেট করত। ২০২৪ সালের ৮ অগস্ট আরবিআই সমস্ত ব্যাঙ্ক-কে মাসিক ক্রেডিট ইনফরমেশন আপডেট করার বদলে প্রতি ১৫ দিন অন্তর এই তথ্য আপডেট করতে হবে। এবার তা আরও কমিয়ে সাপ্তাহিক আপডেটের নির্দেশ দেওয়া হল।

আরবিআই-র নতুন গাইডলাইন অনুযায়ী-

  • ব্যাঙ্ক-কে প্রতি মাসের ৯ তারিখ, ১৬ তারিখ, ২৩ তারিখ এবং মাসের শেষ তারিখে ক্রেডিট ইনফরমেশন আপডেট করবে।
  • ব্যাঙ্ক মাসের শেষ দিনে বা নতুন মাসের ৫ তারিখের মধ্যে ক্রেডিট ইনফরমেশন আপলোড করতে হবে।
  • ব্যাঙ্কের সম্পূর্ণ তথ্য অর্থাৎ ঋণ গ্রহীতার ও ব্যাঙ্কের লেনদেনের যাবতীয় ডিটেইলও থাকবে।