Bank News: এই ব্যাঙ্কের উপর তিন মাসের নিষেধাজ্ঞা বাড়াল RBI

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Feb 10, 2022 | 6:52 PM

RBI এর নির্দেশ অনুযায়ী, কো-অপারেটিভ ব্যাঙ্কগুলি আরবিআইয়ের মঞ্জুরী ছাড়া কোনো ঋণ দিতে পারবে না, আর না তো তারা কোনো বিনিয়োগ বা ঋণ ফেরত নিতে পারবে।

Follow Us

মঙ্গলবার কর্নাটকের দেভাঙ্গরের মিল্লাথ কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর আরও তিন মাসের নিষেধাজ্ঞা বাড়াল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এই নিষেধাজ্ঞা আগামী ৭ মে ২০২২ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে ১০ মে ২০১৯ এ জারি হওয়া নির্দেশ অনুযায়ী, প্রতিটি অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সীমা ১,০০০ টাকা পর্যন্ত ঠিক করা হয়েছিল। আরবিআইয়ের তরফে এই নিষেধাজ্ঞা সময় সময়ে বাড়ানোও হয়েছে। মঙ্গলবার একটি বিবৃতিতে আরবিআই জানিয়েছে যে আগের জারি করা সমস্ত নির্দেশ এই তিন মাসে আগের মতোই বজায় থাকবে। প্রসঙ্গত, আরবিআই ২০১৯ এর মে মাসে প্রথম এই কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

প্রথমবারের নিষেধাজ্ঞা জারি হওয়ার পর, ফের তা বাড়িয়ে করা হয় ৭ মে ২০২১ করে। এরপর আরবিআই আবারও এই নিষেধাজ্ঞা তিন মাস বাড়িয়ে ৮ আগষ্ট ২০২১ করে দেয়। এরপর ফের ৭ নভেম্বর ২০২১ পর্যন্ত এই নিষেধাজ্ঞা আবারও তিন মাসের জন্য বাড়ানো হয় । শেষবার এই নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছিল ২০২২ এর ফেব্রয়ারি মাস পর্যন্ত।

আরবিআইয়ের মঞ্জুরী ছাড়া কোনও কাজ করতে পারবে না ব্যাঙ্ক

আরবিআইয়ের নির্দেশ অনুযায়ী, কো-অপারেটিভ ব্যাঙ্কগুলি আরবিআইয়ের মঞ্জুরী ছাড়া কোনো ঋণ দিতে পারবে না, আর না তো তারা কোনো বিনিয়োগ বা ঋণ ফেরত নিতে পারবে। অর্থাৎ এই কো- অপারেটিভ ব্যাঙ্কটি আগামি মে মাসের ৭ তারিখ পর্যন্ত কোনো বিনিয়োগ করতে পারবে না, এবং না তো তারা কোনও ঋণ নিতে পারবে আর না নতুন ঋণ জমা দেওয়ার স্বীকৃতি দিতে পারবে।

আরবিআই এই কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে

এর আগে কেন্দ্রীয় ব্যাঙ্ক এই মাসের শুরুতে মহারাষ্ট্রের নাসিক শহরে অবস্থিত ইন্ডিপেন্ডেস কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করে দিয়েছিল। পাশাপাশি আরবিআই নির্দেশ দিয়েছিল গ্রাহকদের জমা করা অর্থ নিয়ম অনুযায়ী ফেরত দেওয়ার পদক্ষেপ গ্রহণ করতে। আরবিআই নিজের সিদ্ধান্তে বলেছিল যে ব্যাঙ্কের কাছে পর্যাপ্ত মূলধন নেই আর ভবিষ্যতে ব্যাঙ্কের রোজগারের সম্ভাবনাও নেই। এই অবস্থায় গ্রাহকদের স্বার্থের কথা ভেবেই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরবিআইয়ের আদেশ অনুযায়ী, ডিপোজিট ইনসিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC) এর অধীনে ব্যাঙ্কের গ্রাহকদের ৫ লাখ টাকা পর্যন্ত জমা অর্থ ফেরত দেওয়া হবে। ব্যাঙ্কের ডেটা অনুযায়ী, তাদের ৯৯ শতাংশ অ্যাকাউন্ট হোল্ডার নিজের সম্পূর্ণ অর্থ ফেরত পাওয়ার যোগ্য, অর্থাৎ ওই গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫ লাখ বা তার চেয়ে কম অর্থ জমা রয়েছে। এই অবস্থায় ব্যাঙ্কের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে মাত্র ১ শতাংশ গ্রাহকরাই প্রভাবিত হবেন।

ইন্ডিয়ান মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা

গত মাসেও আরবিআই ইন্ডিয়ান মার্কেন্টাল কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর বেশকিছু রকমের নিষেধাজ্ঞা জারি করেছিল, যার মধ্যে জমা অর্থ তোলার সীমাও নির্ধারিত করে দেওয়া হয়েছিল। ওই ব্যাঙ্ক থেকে এখন ১ লাখ টাকার বেশি জমা অর্থ তোলা যাবে না। আদেশ অনুযায়ী, ইন্ডিয়ান মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর জারি করা নিষেধাজ্ঞা আগামী ৬ মাস পর্যন্ত বজায় থাকবে। যার পর এর সমীক্ষা করা হবে বা ব্যাঙ্কের ভবিষ্যত নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। গত মাসে রিজার্ভ ব্যাঙ্ক ৮টি কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর নিয়ম পালন না করার ত্রুটির জন্য জরিমানা করেছিল।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

মঙ্গলবার কর্নাটকের দেভাঙ্গরের মিল্লাথ কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর আরও তিন মাসের নিষেধাজ্ঞা বাড়াল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এই নিষেধাজ্ঞা আগামী ৭ মে ২০২২ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে ১০ মে ২০১৯ এ জারি হওয়া নির্দেশ অনুযায়ী, প্রতিটি অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সীমা ১,০০০ টাকা পর্যন্ত ঠিক করা হয়েছিল। আরবিআইয়ের তরফে এই নিষেধাজ্ঞা সময় সময়ে বাড়ানোও হয়েছে। মঙ্গলবার একটি বিবৃতিতে আরবিআই জানিয়েছে যে আগের জারি করা সমস্ত নির্দেশ এই তিন মাসে আগের মতোই বজায় থাকবে। প্রসঙ্গত, আরবিআই ২০১৯ এর মে মাসে প্রথম এই কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

প্রথমবারের নিষেধাজ্ঞা জারি হওয়ার পর, ফের তা বাড়িয়ে করা হয় ৭ মে ২০২১ করে। এরপর আরবিআই আবারও এই নিষেধাজ্ঞা তিন মাস বাড়িয়ে ৮ আগষ্ট ২০২১ করে দেয়। এরপর ফের ৭ নভেম্বর ২০২১ পর্যন্ত এই নিষেধাজ্ঞা আবারও তিন মাসের জন্য বাড়ানো হয় । শেষবার এই নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছিল ২০২২ এর ফেব্রয়ারি মাস পর্যন্ত।

আরবিআইয়ের মঞ্জুরী ছাড়া কোনও কাজ করতে পারবে না ব্যাঙ্ক

আরবিআইয়ের নির্দেশ অনুযায়ী, কো-অপারেটিভ ব্যাঙ্কগুলি আরবিআইয়ের মঞ্জুরী ছাড়া কোনো ঋণ দিতে পারবে না, আর না তো তারা কোনো বিনিয়োগ বা ঋণ ফেরত নিতে পারবে। অর্থাৎ এই কো- অপারেটিভ ব্যাঙ্কটি আগামি মে মাসের ৭ তারিখ পর্যন্ত কোনো বিনিয়োগ করতে পারবে না, এবং না তো তারা কোনও ঋণ নিতে পারবে আর না নতুন ঋণ জমা দেওয়ার স্বীকৃতি দিতে পারবে।

আরবিআই এই কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে

এর আগে কেন্দ্রীয় ব্যাঙ্ক এই মাসের শুরুতে মহারাষ্ট্রের নাসিক শহরে অবস্থিত ইন্ডিপেন্ডেস কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করে দিয়েছিল। পাশাপাশি আরবিআই নির্দেশ দিয়েছিল গ্রাহকদের জমা করা অর্থ নিয়ম অনুযায়ী ফেরত দেওয়ার পদক্ষেপ গ্রহণ করতে। আরবিআই নিজের সিদ্ধান্তে বলেছিল যে ব্যাঙ্কের কাছে পর্যাপ্ত মূলধন নেই আর ভবিষ্যতে ব্যাঙ্কের রোজগারের সম্ভাবনাও নেই। এই অবস্থায় গ্রাহকদের স্বার্থের কথা ভেবেই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরবিআইয়ের আদেশ অনুযায়ী, ডিপোজিট ইনসিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC) এর অধীনে ব্যাঙ্কের গ্রাহকদের ৫ লাখ টাকা পর্যন্ত জমা অর্থ ফেরত দেওয়া হবে। ব্যাঙ্কের ডেটা অনুযায়ী, তাদের ৯৯ শতাংশ অ্যাকাউন্ট হোল্ডার নিজের সম্পূর্ণ অর্থ ফেরত পাওয়ার যোগ্য, অর্থাৎ ওই গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫ লাখ বা তার চেয়ে কম অর্থ জমা রয়েছে। এই অবস্থায় ব্যাঙ্কের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে মাত্র ১ শতাংশ গ্রাহকরাই প্রভাবিত হবেন।

ইন্ডিয়ান মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা

গত মাসেও আরবিআই ইন্ডিয়ান মার্কেন্টাল কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর বেশকিছু রকমের নিষেধাজ্ঞা জারি করেছিল, যার মধ্যে জমা অর্থ তোলার সীমাও নির্ধারিত করে দেওয়া হয়েছিল। ওই ব্যাঙ্ক থেকে এখন ১ লাখ টাকার বেশি জমা অর্থ তোলা যাবে না। আদেশ অনুযায়ী, ইন্ডিয়ান মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর জারি করা নিষেধাজ্ঞা আগামী ৬ মাস পর্যন্ত বজায় থাকবে। যার পর এর সমীক্ষা করা হবে বা ব্যাঙ্কের ভবিষ্যত নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। গত মাসে রিজার্ভ ব্যাঙ্ক ৮টি কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর নিয়ম পালন না করার ত্রুটির জন্য জরিমানা করেছিল।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

Next Article