ভারতের বৃহত্তম বেসরকারি সংস্থা টাটা গ্রুপের নিয়ন্ত্রণকারী সংস্থা টাটা সন্স। রিজার্ভ ব্যাঙ্ক এই টাটা সন্সকে আপার লেয়ার নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি (NBFC-UL) হিসাবে চিহ্নিত করেছে। তারপরই মনে করা হচ্ছে, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এই সংস্থাকে শেয়ার বাজারে নথিভুক্ত হতে বাধ্য করা হতে পারে।
গত ১৬ জানুয়ারি আরবিআইয়ের এনবিএফসির (NBFC) তালিকার আপার লেয়ার বিভাগে ১৫ সংস্থার নাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে টাটা সন্স ছাড়াও রয়েছে টাটা ক্যাপিটাল, এলআইসি হাউসিং ফাইন্যান্স, বাজাজ ফাইন্যান্স ও আদিত্য বিড়লা ফাইন্যান্সের মতো সংস্থা।
দেশের বৃহত্তম বেসরকারি সংস্থা টাটা গ্রুপ, তাদের নিয়ন্ত্রণকারী সংস্থা টাটা সন্সকে ভারতের শেয়ার বাজারে তালিকাভুক্তি থেকে আটকানোর চেষ্টা করছে। টাটা গ্রুপ টাটা সন্সকে এনবিএফসি (NBFC) তালিকা থেকে সরানোর জন্য আরবিআইয়ের কাছে আবেদন করেছে। এই আবেদন মঞ্জুর হলে টাটা সন্সকে এই ‘ম্যান্ডেটরি লিস্টিং’ থেকে বাদ দেওয়া হবে। তবে, আরবিআই আরও জানিয়েছে, আইন অনুযায়ী কোনও সংস্থা একবার আপার লেয়ার নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি (NBFC-UL) হিসাবে চিহ্নিত হয়ে গেলে, আগামী ৫ বছর বেশ কিছু নিয়ম তাদের মানতেই হবে। যতই সেই কোম্পানি পরবর্তীতে এনবিএফসির আপার লেয়ার বিভাগ থেকে বেরিয়ে যাক না কেন।
যদি আইপিও আসে…
রিপোর্ট অনুযায়ী, টাটা সন্স তাদের ঋণ কমাচ্ছে যাতে তারা আপার লেয়ার নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানির (NBFC-UL) তালিকা থেকে বেরিয়ে আসতে পারে। আরবিআইয়ের নিয়ম অনুযায়ী এনবিএফসি-আপার লেয়ারের তালিকায় থাকলে এই বছর সেপ্টেম্বরের মধ্যেই আইপিও নিয়ে আসতে হবে টাটা সন্সকে।
তথ্য বলছে, টাটা সন্স যদি তাদের আইপিও নিয়ে আসে তাহলে সংস্থার অন্তত ৫ শতাংশ শেয়ার বাজারে নথিভুক্ত করতে হবে। এই ৫ শতাংশ শেয়ারের অর্থমূল্য প্রায় ৫০ হাজার কোটি টাকা। এই আইপিও যদি আসে তবে এটাই দেশের শেয়ার বাজারে আসা সবচেয়ে বড় আইপিও হতে চলেছে।
নুন থেকে সফটওয়্যার প্রস্তুতকারী সংস্থা তাদের চেয়ারম্যান এমিরেটাস রতন টাটাকে হারানোর পরই এই খবর আসে। প্রসঙ্গত, টাটা গ্রুপের হোল্ডিং সংস্থা টাটা সন্সের ৬৬ শতাংশ শেয়ারের মালিক টাটা ট্রাস্ট।