RBI New Guidelines: আপনার কাছেও যদি ছেঁড়া-ফাটা নোট থাকে, জেনে নিন আরবিআই-এর নিয়ম কী বলছে

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Feb 22, 2023 | 8:16 AM

RBI New Guidelines on mutilated notes: সহজেই আরবিআই অফিস বা রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে গিয়ে ছেঁড়া-ফাটা নোট বদলে নেওয়া যেতে পারে। যদি কোনও ব্যাঙ্ক বিকৃত নোট বদলাতে অস্বীকার করে, আরবিআই-এর সরকারি ওয়েবসাইটে অনলাইনে অভিযোগ জানানো যায়।

RBI New Guidelines: আপনার কাছেও যদি ছেঁড়া-ফাটা নোট থাকে, জেনে নিন আরবিআই-এর নিয়ম কী বলছে
আরবিআই-এর নিয়ম মানলে কোনও ঝামেলা ছাড়াই বদলানো যাবে ছেঁড়া-ফাটা নোট

Follow Us

নয়া দিল্লি: অনেকে কাছেই ১০০, ২০০ বা ৫০০ টাকার ছেঁড়া-ফাটা নোট থাকে। সেই নোটগুলি বদলাতে অনেক ক্ষেত্রেই অসুবিধায় পড়তে হয়। এই ধরনের নোট হাতে আসলে অনেকেই গুরুতর সমস্যায় পড়েন। কারণ দোকানে-বাজারে-বাসে কোথাও সেই নোটগুলি কেউ নিতে চায় না। কিন্ত, এই নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। সহজেই আপনি আপনার ছেঁড়া-ফাটা নোট বলাতে পারবেন। কারণ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) সম্প্রতি ছেঁড়া-ফাটা নোট বদলানোর বিষয়ে নয়া নির্দেশিকা জারি করেছে। কিছুদিন আগে পর্যন্ত ছেঁড়া নোট বদলানোর জন্য মধ্যস্বত্বভোগীদের কাছে যেতে হতো। এর ফলে জালিয়াতি চক্র মাথাচাড়া দিয়েছিল। এই ধরনের পরিস্থিতি এড়াতেই, আরবিআই ছেঁড়া-ফাটা নোট বিনিময়ের জন্য নিম্নলিখিত নির্দেশিকাগুলির জারি করেছে। –

– যে কোনও ছেঁড়া-ফাটা নোট, বা কোনো নোটে নম্বর না থাকলে, কোনও ফর্ম পূরণের ঝামেলা ছাড়াই যে কোনও রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখা বা আরবিআই অফিসে জমা করা যেতে পারে।

– একবারে সর্বাধিক ২০টি নোট বদলানো যেতে পারে। সর্বোচ্চ মূল্য ৫০০০ টাকার বেশি হওয়া উচিত নয়। ব্যাঙ্কগুলি অবিলম্বে কাউন্টারে ওই বিকৃত নোটগুলির সমপরিমাণ মূল্যের নোট দিয়ে দেবে। উচ্চ মূল্যের নোট বজলের ক্ষেত্রে, ব্যাঙ্ক নোটগুলি গ্রহণ করে এবং সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা জমা করে। ৫০,০০০ টাকার বেশি মূল্যের নোট বদলাতে আরও বেশি সময় লাগতে পারে।

– যদি কোনও ব্যাঙ্ক বিকৃত নোট বিনিময় করতে অস্বীকার করে, গ্রাহকরা আরবিআই-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অভিযোগ জানাতে পারবেন। নির্দেশিকা না মানলে ব্যাঙ্কগুলিকে জরিমানাও করা হতে পারে।

– খারাপভাবে পুড়ে যাওয়া বা অত্যন্ত বিকৃত নোট ব্যাঙ্কে বিনিময় করা যায় না। এইগুলি শুধুমাত্র আরবিআই-এর ইস্যু অফিসে জমা করা যেতে পারে।

– নোটের মূল্য নির্ভর করে সেটি কতটা ছিঁড়ে গিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপর। উদাহরণস্বরূপ, ২০০০ টাকার নোট যদি ৮৮ বর্গ সেন্টিমিটারের থাকে, তাহলে পুরো মূল্য পাওয়া যাবে। ৪৪ বর্গ সেন্টিমিটার থাকলে অর্ধেক টাকা দেওয়া হবে।

– জাল নোট বদলে দেবে না ব্যাঙ্কগুলি। যদি তা করা হয় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার অসহায়ত্বের সুযোগ নিতে পারে এমন দালাল চক্রের ফাঁদ থেকে সতর্ক থাকা অত্যন্ত জরুরী। এই নির্দেশিকাগুলি অনুসরণ করে, সহজেই ছেঁড়া-ফাটা নোটগুলি কোনও ঝামেলা ছাড়াই বদলানো যেতে পারে।

Next Article